আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগান কে প্রাধান্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দ পুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকাল ৩ টার দিকে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ মিলনয়াতনে সীতাকুণ্ড মডেল থানার ৪ নং বিটের আওতাধীন ১নং সৈয়দপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামীর এর সভাপতিত্বে ও উক্ত বিটের বিট অফিসার এস আই আব্দুল্লাহ আল নোমান এর সঞ্চাল নায় উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) এ বি এম নাহিয়ানুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আব্দুর রহিম সরকার, ১নং সৈয়দপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামসহ সৈয়দপুর ইউনিয়নের পুরুষ/মহিলা ইউপি সদস্যবৃন্দ,
বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব,স্কুল-মাদ্রাসার শিক্ষকবৃন্দ,সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ,রাজনৈতিক দলের নেতা-নেত্রীগন,হিন্দু-মুসলিম সমাজের নানাপেশা জীবী সংগঠনের লোকজন। যথাক্রমে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের সাধারণ মানুষ ও সৈয়দপুর ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ। বক্তারা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন,অপরা ধগুলো নির্মূল করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান, পুলিশের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশের কর্মকর্তাগণ।
উক্ত সভায় মাদক, যৌতুক,সন্ত্রাস, জঙ্গীবাদ,ইভটিজিং, নারী নির্যাতন,বাল্য বিবাহ, চুরি-ডাকাতিসহ সম্পত্তি সংক্রা ন্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিবারণ করার লক্ষে জনগণকে সচেতন করার জন্য এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।এটি একটি চলমান প্রক্রিয়া,এ ধারা অব্যাহত থাকবে এবং সীতাকুণ্ড মডেল থানার প্রতিটি বিটে এ কার্যক্রম চলবে পর্যায়ক্রমে।