October 16, 2024, 8:23 am
শিরোনামঃ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিকদের উপর কেউ মিথ্যাচার হুমকি-নির্যাতন ও মিথ্যা মামলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না

Reporter Name

সিনিয়র স্টাফ রিপোর্টারঃবন্দর নগরীর চট্টগ্রামের বন্দর-ইপিজেড ও পতেঙ্গার বিভিন্ন বিটে প্রকৃত সাং বাদিক পেশায় দায়িত্ব পালন কারীদের জেষ্ট্য সাংবা দিকদের এক আলোচনা সভা গত ১৬ নভেম্বর, সকা ল ১১টায় সি ইপিজেডস্থ একটি রেস্তোরেন্টে অনুষ্ঠি ত হয়।

সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত জানি য়ে বলেন, প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্বপালন কালে অনৈতিক অপবাদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি-নির্যাতনের প্রতিবাদসহ মহান পেশাকে কলঙ্গ লেপন করে যারা সংবাদ পরিবেশন করছেন তাদের কে ভবিষ্যতে সর্তক ও যত্নবান হবার জোর দাবি জানিয়েছেন।

এছাড়া প্রকৃত স্বচ্ছ তথ্য ও ঘটনা না জেনে সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখ জনক এবং শিষ্টাচারের বর্হি প্রকাশ। তাই, আগামীতে বন্দর-ইপিজেড ও পতে ঙ্গার বিভিন্ন বিটে প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্ব পালনকারীদের উপর মিথ্যাচার সংবাদ প্রকাশ ও বিভিন্ন দপ্তরে প্রেরণকৃত পত্র প্রত্যাহার করতে জোর দাবি জানান।

দৈনিক সোনালী খবর পত্রিকার বিশেষ প্রতিবেদক ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ব্যবস্হপনা পরিচালক মো:খলিলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন ক্রাইম বিডির উপদেষ্টা পরিচালক শিক্ষক এম. নজরুল ইসলাম খান, দৈনিক আলোকিত দেশ পত্রিকার প্রধান সম্পাদক ও বিএমএসএফ”র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কেএম রুবেল, দৈনিক মানব সময়ের সম্পাদক এম. মোসলেহ উদ্দিন বাহার, দৈনিক আজকালের দর্পণের সম্পা দক ও প্রকাশক জীবন কৃষ্ঞ দেবনাথ, চিটাগং ডেইলী ডটকমের সিনিয়র রিপোটার ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় সদস্য মুঃবাবুল হোসেন বাবলা,

দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান ও ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মোঃ শহিদুল ইস লাম, দৈনিক আলোকিত দেশ পত্রিকার স্টাফ রিপো র্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ”র বন্দর জোন কমিটির সাধারণ সম্পাদক শেখ আহমেদ সাকিল, দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোঃ রিয়াজ উদ্দিন,দৈনিক সোনালী খবর পত্রিকার ইপিজেড থানা প্রতিনিধি, মোঃ ওমর ফারু ক, মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক অপরাধ অনু সন্ধান এর পরিচালক মোঃ জুয়েল মাঝিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রিপোটার, ফটো সাংবাদিক ও টিভি ক্যামরা সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক বৃন্দ চট্টগ্রা মের বন্দর-ইপিজেড ও পতেঙ্গার বিভিন্ন বিটে প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্ব পালনকারীরা ঐক্যবদ্ধ ভাবে স্ব-স্ব পেশা স্বচ্ছ ভাবে পালন করবে বলে অঙ্গীকার করেন এবংসাংবাদিকদের উপর কেউ মিথ্যাচার ও হুমকি-নির্যাতন করলে ছাড় পাবেন না বলে হুশিয়ারী প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page