স্টাফ রিপোর্টার- সামসুর রহমান (শুভ)
গত ৯/১১/২০২২ ইং রাত ২ ঘটিকার সময় তজুম দ্দিন উপজেলা,সোনাপুর ইউনিয়ন,গ্রাম দক্ষিণ চাপড়ী ভূঃ বাড়ির মোসলেউদ্দিনের বাসায় হিং দিয়ে, ১ টি স্মার্টফোন আর দুটি বাটন ফোন সহ টাকা পঁচিশ হাজার চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরি করলে,
সেই চুরি হওয়া ১ টি স্মার্টফোন উদ্ধার করে দেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহ মান (মুরাদ) স্যার,এবং সার্বিক সহযোগিতায় ছিলে ন,এসাই মোঃ আরিফ,ও এসাই মোঃ সাইফুল ইস লাম,তজুমদ্দিন থানা পুলিশের সুন্দর দায়িত্ব পাল নের মাধ্যমে,মোবাইল ফোন হাতে পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উক্ত মোবাইলের মালিক সামসুর রহমান (শুভ),