March 27, 2025, 1:13 pm
শিরোনামঃ
নতুন রেঞ্জ ডিআইজিকে সিও, র‍্যাব-১৪ এর ফুলেল শুভেচ্ছা  ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা বিশেষ কায়দায় লুকানো ৪০ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও পিকআপসহ মাদক কারবারি দেলোয়ারকে গ্রেফতার ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ; ডাকাতির কাজে ব্যবহুত সরঞ্জাম, নগদ টাকাসহ সংঘবদ্ধ দলের ছয় সদস্যকে গ্রেফতার সাতক্ষীরায় বোরোধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ভুক্তভোগী কৃষক অন্যরা আতংকিত লক্ষ্মীপুরে বিধবার কৃষি জমির মাটি লুট, সাংবাদিক কে বিএনপি নেতার হুমকি মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে র বীর শহিদদের প্রতি পুনাক সভানেত্রীর শ্রদ্ধা নিবেদন তেরখাদা থানা পুলিশের অভিযানে কয়েকটি মামলার আসামী আটক গ্রেফতার।(১১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাইফুল ইসলাম নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন

Reporter Name

—————————————————সাইফুল ইসলাম নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন ।খবর বাপসনিউজ।
আমেরিকান বাংলাদেশী বংশোদ্ভূত ফেনীর সাইফুল ইসলাম গত ২৭ শে জানুয়ারী ২০২৩ (শুক্ৰবার) নিউইয়র্ক পুলিশ বিভাগের ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন । তিনি ডিটেক্টিভ বরো ব্রুকলিন সাউথ ভায়োলেন্ট ক্রাইম স্কোয়াডে কর্মরত আছেন।সাইফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম,মা হাজে রা ইসলাম ১৯৮৬ সালে আমেরিকায় অভিবাসী হন ।১৯৮৭ সালে মা বাবার কোল আলোকিত করে জন্ম নেয় সাইফুল ইসলাম ।৫ ভাই ৪ বোনের মধ্যে সাইফু ল ইসলাম সবার ছোট। স্কুলে পড়াশুনার সময়ে তার স্বপ্ন জাগে বড় হয়ে একদিন পুলিশ অফিসার হবেন।

লেখা-পড়া শেষে ২০০৮ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। একজন চৌকস পুলিশ অফি সার হিসাবে সাহসি ও দাপ্তরিক কর্মকান্ডে ব্যাপক পরিচিতি লাভ করে। কয়েকদফা পদোন্নতি শেষে ক্যাপ্টেন পদে পদায়িত হন। তার সহোদর বড় ভাই ফখরুল ইসলাম এওয়াইপিডির লেফট্যানেন্ট পদে কর্মরত রয়েছেন ।তাদের বাড়ী ফেনী জেলার সোনা গাজী উপজেলার ওলামা বাজার গ্রামে।তাদের ভগ্নি পতি আনোয়ার হোসাইন একই ডিপাটমেন্টের ট্রাফি ক সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন।পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশ নের পক্ষ থেকে ট্রাস্টি অফিসার জসিম মিয়া এবং অফিসার রিপন ইসলাম।

বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম সাইফুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।এছাড়া সংগঠন টি প্রথম ভাইস-প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী বাপসনিউজকে জানান ক্যাপ্টেন পদে আমাদের বাংলাদেশী আমেরিকান ৫ জন এ পর্যন্ত পদোন্নতি পেয়েছেন।এনওয়াইপিডি এখন বাংলাদেশী-আমেরি কানদের কাছে আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে।

বাপা’র প্রতিষ্ঠাতা সভাপতি লেফটেনান্ট সাইদ সুমন বাপসনিঊজকে জানান আনুমানিক ১৪৫০ জন বাংলাদেশী এনওয়াইপিডির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। যাদের মধ্যে ১ জন ডেপুটি ইন্সপে ক্টর,৪ জন ক্যাপ্টেন,১ জন লেফটেন্যান্ট কমান্ডার,৯ জন লেফটেন্যান্ট,কয়েক ডজন সার্জেন্ট,ডিটেক্টিভ এবং আনুমানিক পুলিশ অফিসার সহ ৫০০ জন ইউনিফর্ম অফিসার রয়েছেন। এছাড়াও এনওয়াই পিডিতে প্রায় ১,১০০ সিভিলিয়ান লোক নিযুক্ত রয়ে ছেনতারা স্কুল সেফটি এজেন্ট,ট্রাফিক এজেন্ট, পুলিশ এডমেনিস্ট্রেটিভ,স্কুল ক্রসসিং গার্ড হিসাবে কর্মরত এবং সফলতার সাথে দায়িত্ব পালন করছে ন।



Our Like Page
Developed by: BD IT HOST