সিংহের হাতে রাখালের থলি
————————মোল্লা হারুন উর রশীদ
গুড় গুড়িয়ে গড়াই
সবখানে গেড়াই!
চতুরতাই উতরাই
হচ্ছেটা পিরাই।
উদ্ভাসিত উৎসুক চড়াই।
গুড় গুড়িয়ে গড়াই।
আজব বিরল সব প্রতিভা!
সবেই দেখি আজি আভা।
ছন্দ পতনে
ছন্দ নয়নে
গগনে তজ্জনে
ধরনিতে ছন্দ ভেলায়
হারিয়ে ফেলাই।
শুভংকরের ফাঁকি
পুকুরচুরি রাখালের বুলি
সিংহের হাতে
রাখালের মন্ডের থলি।
লেখার সময় ৩ টা ৫৩ মি:
তারিখ- ২৬/১০/২২