মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দেওয়ান শহিদুজ্জামান শুভ’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উকিলপাড়া মহল্লায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার বহু নারী-পুরুষ অংশ নেন এবং শুভ’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শহিদুজ্জামান শুভ’র মা ও পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। শুভ’র মা ও স্থানীয়রা বলেন, তিনি একজন সৎ, ভদ্র এবং জনসেবায় নিবেদিত ব্যবসায়ী। তাকে নিয়ে এলাকাবাসী সবসময় গর্ব করে এসেছে। শুভ’র গ্রেফতারে পুরো মাসুমপুর এলাকাবাসী শোকাহত।
স্থানীয় বাসিন্দা আখতার হোসেন বলেন, “শহিদুজ্জামান শুভ শুধু সিরাজগঞ্জেই নয়, জেলার বিভিন্ন এলাকায় মানবিক কাজ করে এসেছেন। এমন একজন মানুষ কখনোই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন না।” এলাকাবাসী শহিদুজ্জামান শুভ’র মুক্তি ও মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন।
গত ২৩ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার নলিছা পাড়া এলাকায় হাজী আব্দুর রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাকুল আওয়াল পাওনা টাকা চাইতে গেলে এঞ্জেল ফুড কারখানায় মালিক বাবু মন্ডলের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। এই অবস্থায় অসুস্থ হয়ে পড়লে শুভ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক আশফাককে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ শুভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং পরে হত্যা মামলায় দ্বিতীয় আসামি হিসেবে তাকে অভিযুক্ত করা হয়।
শহিদুজ্জামান শুভ’র পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এই ঘটনার সাথে শুভ’র কোনো সম্পৃক্ততা নেই। শুভ’র স্ত্রী আকলিমা খাতুন পপি বলেন, “যিনি বাঁচানোর চেষ্টা করলেন, সেই মানুষটিই আজ হত্যা মামলার আসামি। এই মামলাটি উদ্দেশ্যমূলক এবং আমাদের ফাঁসানোর জন্য করা হয়েছে। আমরা শুভ’র নিঃশর্ত মুক্তি চাই।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল এই মিথ্যা মামলা দায়ের করে শুভকে ফাঁসিয়ে তাদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। তাঁরা শুভ’র নিঃশর্ত মুক্তি এবং তাকে হয়রানি থেকে মুক্তি দিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।