সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন এর মান্দারীটোলা ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) সকাল ১০টা থেকে মান্দারীটোলা সমুদ্র সৈকতে মনোরম পরিবেশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মান্দারীটোলা ঈদগাহ পরিচালনা কমিটি ও ঈদ পুনর্মিলনী এবং গুণীজন সংবর্ধনার আহ্বায়ক রবিউল হোসেন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি লোকমান মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ সচিব মুহাম্মাদ আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ শামীম সোহেল।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য ডঃ মোঃ সফিউল আলম, বাংলাদেশ পুলিশ এর সাবেক মহাপুলিশ পরিদর্শক মোঃ নুরুল আনোয়ার, জেএম আই ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মোঃ শওকতুল আলম, ইউপি সদস্য মোঃ জামাল উল্যাহ, মোহাম্মদ আব্দুল আলিম, মোঃ জাবের আল মাহমুদসহ প্রমুখ, এবং মাওলানা মোঃ হারুনউর রশিদ নিজামী পবিত্র কোরআন তেলওয়াত করেন।