এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধিঃ
নোয়াখালী সেনবাগ থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচাল না করে ১৩টি সিআর মামলা;তন্মধ্যে ৮টি সাজা পরোয়া না ও ৫টি পরোয়ানায় মোট ৫ বছর ০৩ মাসের সাজাপ্রাপ্ত এবং ১ কোটি ১ লক্ষ ৯৫ হাজার টাকার অর্থদণ্ডে দন্ডিত দীর্ঘ দিনের পলাতক আসামী মামুনুর রশীদ জুয়েল (৪৮) গ্রেফতার।আজ০৩/৪/২০২৩ খৃঃ বিকালে মাননীয় পুলিশ সুপার জনাব মো: শহীদুল ইসলাম,পিপিএম(বার) স্যারের সার্বিক দিক-নির্দেশনায় ও এ্যাডিঃ এসপি বেগমগঞ্জ সার্কে ল জনাব নাজমুল হাসান রাজীব পিপিএম স্যারের তত্বাবধা নে এবং সেনবাগ থানার সূযোগ্য অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী এর নেতৃত্বে সঙ্গীয় এসআই/সবুজ চন্দ্র পাল, এএসআই/ লোকেন মহাজন ও এএসআই/ কাউছার আহমেদ সহ স্পেশাল অভিযান পরিচালনা করে,
সিআর- ১৬/১৯ এর ০৬ মাস সাজা ও ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা অর্থদন্ড,সিআর-১৭/১৯ এর ০৩ মাস সাজা ও ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা অর্থদন্ড,সিআর-১৫/১৯ এর ০৯ মাস সাজা ও ৯,০০,০০০(নয় লক্ষ) টাকা অর্থদন্ড ,সিআর-৬৮/১৮ এর ০৮ মাস সাজা ও ৮,০০,০০০ (আট লক্ষ) টাকা অর্থদন্ড,সিআর-২৭২/১৭ এর ০১ বছর সাজা ও ৩৫,০০,০০০ (পয়ত্রিশ লক্ষ) টাকা অর্থদন্ড,সিআর -১১৫৬/১৭ এর ০৮ মাস সাজা ও ১৬,০০,০০০ (ষোল লক্ষ) টাকা অর্থদন্ড,সিআর-১১৯/১৬ এর ১০ মাস সাজা ও ১১,০০,০০০ (এগার লক্ষ) টাকা অর্থদন্ড,সিআর -২০ ৪/১৯ এর ০৬ মাস সাজা ও ২,৯৫,০০০ (দুই লক্ষ পঁচান ব্বই হাজার) টাকা অর্থদন্ড,সিআর-১৫/১৯,সিআর- ২৩৫ /১৮, সিআর-৩৪/১৯, সিআর-৪৮৪/১৯,সিআর-১৮১/২২ সংক্রান্তে সর্বমোট-
৫ বছর ০২ মাসের সাজাপ্রাপ্ত ও ১,০,১,৯৫,০০০/- (এক কোটি এক লক্ষ পঁচানব্বই হাজার) টাকার অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামি মামুনুর রশিদ জুয়েল (৪৮) পিতা- মৃতঃ হারুনুর রশিদ,সাং- পশ্চিম ইয়ারপুর (সাবেক এমপি ফারু ক সাহেবের বাড়ি),থানা- সেনবাগ, জেলাঃ নোয়াখালীকে গ্রেফতার করা হয়।তথ্যসূত্রঃ সেনবাগ থানা প্রশাসন।
প্রচারণায়ঃ সেনবাগ মিডিয়া ক্লাব