এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগ থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্ট ভূক্ত ছয় (৬) মাসের সাজাপ্রাপ্ত ০২ জন আসামী গ্রেফতার,আজ ০১/৩/২০২৩তারিখ এএসআই/ লোকেন মহাজন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় নৈশকালীন অভিযানে অভিযান পরিচালনা করিয়া সিআর- নং-১৩৪/২২ এর
ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ১। ছানাউল্যাহ পিতা- মৃত সিরাজ উল্যাহ,সাং- কাজিরখীল ও সাজাপ্রাপ্ত সিআর নং- ৩৬৪/১৬ এর আসামী ২। মোঃ মুনসুর আলী,পিতা- মৃত আবদুল মুনাফ,সাং-ডুমুরুয়া,উভয় থানা-সেনবাগ,জেলা-নোয়াখালীদের কে গ্রেফতার পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।সূত্র: সেনবাগ থানা প্রশাসন