December 8, 2024, 2:43 pm
শিরোনামঃ
ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেয়া হয়েছে: গভর্নর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনবাগ ৭নং ইউপি’তে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি দেশীয় অস্র উদ্ধার

Reporter Name

এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি

সেনবাগ থানার জিডি নং-১২৫০, তাং-৩১/১০/২২ইং মুলে,এসআই বিকাস সাহা সঙ্গীয় ফোর্স সহ অদ্য ৩১/১০/২০২২ খৃঃ তারিখ রাত অনুঃ ০২.১৫ ঘটিকায় নৈশকালীন জরুরী ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী সেনবাগ থানাধীন (সন্ত্রাসের জনপদ) ৭নং মোহাম্মদপুর ইউপি’র দক্ষিন রাজারামপুর সাকিনস্থ মুন্সী বাড়ীর দরজায় মফিজ মার্কেট লাগোয়া ঝোঁপের মধ্যে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় নিম্নোক্ত দেশীয় অস্ত্র-সস্ত্রগুলো উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসমুহের তালিকাঃ-
১। ১টি হকিস্টিক, যাহা লম্বায় অনুঃ ৪০ ইঞ্চি।
২। ০৫ টি রামদা,

তন্মধ্যে একটি লোহার বাট সহ লম্বা ৩১ ইঞ্চি, একটি কাঠের বাটসহ লম্বা ২৪ ইঞ্চি, একটি কাঠের বাটসহ লম্বা ৩০ ইঞ্চি, একটি কাঠের বাটসহ লম্বা ২৮ ইঞ্চি ও একটি কাঠের বাট সহ লম্বা ২৮ ইঞ্চি।
৩। ০৩ টি চাপাতি। যাহার প্রতিটি কাঠের বাট সংযুক্ত লম্বা অনুঃ ১২ ইঞ্চি।
৪। ০১টি ছোরা, যাহা বাট সহ ১৩ ইঞ্চি।
৫। ০৫টি লোহার রড,
যাহা অনুঃ লম্বা যথাক্রমে ২৮, ৩৬, ২৬, ২২ ও ২৯ ইঞ্চি।

৬। ০৫ টি স্টিলের পাইপ, যাহা অনুঃ লম্বা যথাক্রমে ২৪, ৩০,২৯,৪০ ও ৪৬ ইঞ্চি এবং
৭। ১২টি কাঠের লাঠি, যাহা প্রতিটি অনুঃ ৩৩ ইঞ্চি লম্বা।

তথ্যসূত্রঃ সেনবাগ থানা প্রশাসন।



Our Like Page