মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন এর আলমদী ৭নং ওয়ার্ডের দক্ষিণপাড়া চান্দেরভুলা কিছুক্ষণ দাড়ালে চোখে পরবে প্রকাশ্যে গাজা বিক্রির দৃশ্য। যেন হাট বসেছে মাদকের। কেউ বা কিনে নিয়ে যাচ্ছে কেউ বা সেখানেই খাচ্ছে মাদক।সবচেয়ে হতাশার বিষয় এই মাদক বিক্রেতা নারী। কিন্তু ঘটনার সত্যতা নিশ্চিত করতে ছদ্মবেশে যান একজন প্রতিবেদক।অভিযোগ আছে আইনশৃঙ্খলা বাহিনীকে মেনেজ করেই চলে এই ব্যবসা। এই দিকে চোখের সামনে মাদক বিক্রি হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।
এই ঘটনা দেখে স্থানীয় এক যুবক সাইফুল ইসলাম বাধা দিলে তাকে দেওয়া হয় হুমকি এবং তার নামে থানায় অভিযোগ দেওয়া হয়।সাইফুল ইসলাম বলেন আমার গ্রামের রেহেনা এবং তার স্বামী মজিবুর রহমান অনেক দিন যাবত এই কাজ করে আসছে।
আমি স্থানীয় চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল এবং মেম্বার মামুনুর রশীদ মামুন কে জানিয়েছি এবং লিখিত অভিযোগ দিয়েছি। গতকাল এই মহিলা আমার নামে থানায় মিথ্যা একটি অভিযোগ দিয়েছে।আমি চাই প্রশাসন এই বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনবে রেহেনা এবং তার স্বামী মজিবুর রহমান কে।