July 11, 2025, 4:02 pm
শিরোনামঃ
আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী : দুদকের মামলা শেরপুর বিশিষ্ট চাল ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লক্ষ টাকা চাঁদার দাবি উঠেছে সাংবাদিক উর্মী বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কপিরাইট অফিস সংস্কৃতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পন্নদের গুরুত্ব শীর্ষক সেমিনার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কপিরাইট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পন্নদের গুরুত্ব শীর্ষক সেমিনার।স্থান সম্মেলনে কক্ষ,কপিরাইট ভবন। আজ মঙ্গলবার,(২৩- এপ্রিল)২০২৪ সালে সকাল ৯ ঘটিকায় সময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি জনাব খলিল আহমদ”সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের।বিশেষ অতিথি: জনাব মোঃ ইসরুল চৌধুরী” অতিরিক্ত সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এবং চেয়ারম্যান কপিরাইট বোর্ড।
প্রবদ্ধ উপস্হাপক: জনাব জাফর রাজা চৌধুরী: প্রক্তন রেজিস্ট্রার, বাংলাদেশ কপিরাইট অফিস এবং সদস্য কপিরাইট বোর্ড।
মুখ্য আলোচক” জনাব খান মাহবুব” কপিরাইট বিশেষজ্ঞ ও খন্ডকালীন শিক্ষক, মুদণ ও প্রকাশনাপ্রকাশনা অধ্যায় বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
সভাপতি: জনাব মেঃ দাউদ মুয়া: এনডিসি রেজিস্ট্রার অফ কপিরাইট”(অতিরিক্ত সচিব)বাংলাদেশ কপিরাইট বোর্ড।

স্থান সম্মেলনে কক্ষ,কপিরাইট ভবন।তারিখ ২৩- এপ্রিল)২০২৪ সালে সকাল ৯ ঘটিকায় সময় অনুষ্ঠিত করেন।

এই সময় পদান অতিথির বক্তব্য তিনি বলেনকপিরাইট সেমিনার সংস্কৃতিক মন্ত্রণালয় একটি মেধা সম্পূর্ণঅর্জ ন করার প্রতিষ্ঠান আলাদা আলাদা একটি আইন সফট ওয়্যার রয়েছে যাও ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ পরিণত হইতে যাচ্ছে।মেধাবী সংস্কৃতি ও গীতকার,শিল্প নাট্য,নাটক,গান,সিনেমা,সকল প্রতিষ্ঠানে কপিরাইট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলে স্মার্ট হয়ে কপিরাইটের সোচ্চার হতে হবে।

কেউ যেন কোন লেখা বিরুদ্ধে কপিরাইট না করতে পারি সেদিকে কপিরাইট মন্ত্রণালয় নজরে থাকবে।

এ সময় বিশেষ অতিথি বক্তব্যে তিনি বলেন যারা কপি রাইট সাথে সংযুক্ত আছেন ইস্মার্ট বাংলাদেশে বাস্তবা য়ন করার লক্ষ্যে যারা কপিরাইটের মাধ্যমে আরেস্মার্ট হয়ে তুলতে হবে আগে ছিল ডিজিটাল বাংলাদেশ সেই সময় ছিল মোবাইলে মাধ্যমিক যোগাযোগের চার্জার হ য়ে উঠছিল যা বর্তমানে স্মার্ট বাংলাদেশে কবিতা,লেখ ক কিংবা প্রকাশক গীতিকার সুর কপি করারঅভিযোগ পেলে সুস্থ তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাদের প্রতিষ্ঠান কপিরাইট করা হবে তারা সাথে সাথে সংস্কৃতিক মন্ত্রণালয় অভিযোগ করবেন অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদ দীর্ঘ কামনা করি আবার এই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।

আয়োজন: বাংলাদেশ কপিরাইট অফিস,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের।



Our Like Page
Developed by: BD IT HOST