প্রথম বাংলা – হাইওয়ে পুলিশ গাজীপুর ও ময়মন সিংহ রিজিয়নের যৌথ উদ্যোগে ১২ মার্চ ২০২৩ ইং তারিখে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ন হাইওয়ে পুলিশের কর্ণধার অতিরিক্ত আই জিপি মোঃ শাহাবুদ্দিন খান,বিপিএম (বার)এসময় হাইওয়ে পুলিশের উত্তর বিভাগের ডিআইজি মাহ্ফুজুর রহমা ন,বিপিএম (বার),অতিরিক্ত ডিআই জি মোছাঃ ফরি দা ইয়াছমিন,গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান সহ হাইওয়ে পুলিশ গাজী পুর ও ময়মনসিংহ রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অতিরিক্ত আইজি হাইওয়ে পুলিশ গাজীপুর ও ময়মনসিংহ রিজিয়নের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে নিষ্ঠা,সততা,শৃঙ্খলা,পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়া ও তিনি মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে কঠো র নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন হাইওয়ে পুলিশের ভাবমুর্তি বৃদ্ধির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্ত ব্যের উদ্ধৃত অংশ তুলে ধরেন এবং জানান জাতির পিতা বলেছিলেন “তোমরা এমন পুলিশ হবে যার জন্য আমি গর্ববোধ করব, তোমরা জনগণের পুলিশ হবে”
সর্বোপরি তিনি সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসর ণের নির্দেশ প্রদান করেন।এছাড়া তিনি সালনা হাইওয়ে থানা ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকা লে তিনি থানার কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।