এস এম পারভেজঃ
সারাদেশের ন্যায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বিনামূল্যে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।পহেলা জানুয়ারি রবিবার সকালে বই বিতরণ অনুষ্ঠানে চাঁদপুরের হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল সালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী।
অপরদিকে হাইমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আঃ কাদির তালুকদার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ভাবান, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
সরকারি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী ও এসএসসি স্তরের শিক্ষার্থীদের জন্য যথাযথ মান বজায় রেখে এসব পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।