প্রথম বাংলা – রাজধানীর বংশাল থানাধীন ফুলবাড়ীয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ। পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
শনিবার (০২ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৯:৩০ ঘটিকায় ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার এর পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছন থেকে ককটেল সদৃশ বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯:৩০ ঘটিকায় বংশাল থানাধীন ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের গোড়ায় ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বংশাল থানা পুলিশকে বিষয়টি জানায়। বংশাল থানা পুলিশের একটি টিম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।
সিটিটিসি সূত্রে জানা যায়, ককটেল সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি বংশাল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে রাত ১১:০০ ঘটিকায় বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল ঘটনাস্থলে যায়। এরপর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুত্র, DMP