প্রথম বাংলা – রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতা র করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়ে ন্দা-মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো মোঃ লাইজু কবিরাজ ওরফে রাজু ও মোঃ মাহবুব আলম।রবিবার (৭ মে ২০২৩ খ্রি.) সন্ধ্যা ৭:৩০টায় মতিঝিল থানার টিএন্ডটি কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান ডিএমপি নিউজকে জানান,মতিঝিল থানা র টিএন্ডটি কলোনী এলাকায় দেশ ট্রাভেল বাস কাউন্টারে র সামনের রাস্তায় দুইজন ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ রাজু ও মাহবুবকে গ্রেফতার করা হয়। এসময় মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীরসহ বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞা সাবাদে স্বীকার করেছে।এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।