সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃমুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্র সিনিয়র রিপোর্টার।
মুরগীর ডিম বিক্রি করে করে অচল সংসার হতে কষ্ট করে টাকা -পয়সা যোগার করে
জীবন সফরে কয়েকবার ৪০দিনের চিল্লা সফর করেছেন।
তবে বড় আশা ছিল পবিত্র মক্কা যেতে কিন্তু আর তা হলনা পুর্ণ।
অভাব সংসার কি করে সম্ভব।
এখন বয়সের ভারে আর চলতে পারেননা।
মনের আশাও অপুরণ থেকেই গেল।
সংসার অচল হলেও তাকে কেউ বেঁধে রাখতে পারেননি।
মসজিদে জামাত এলেই তিনি সামর্থ্য অনুসারে দিন গুনে ওয়াদা পালন করবার চেষ্টা করতেন।
তার হাতে ক’টাকা আছে কতদিনের সফর দেয়ার সামর্থ্য আছে তা তিনি পালন করতেন।
এখন আর আগের মত হাটতে পারেননা কোনরকম বাজার বাড়ি চলাফেরা করছেন।
আজ বিকেল ৫টার দিকে আমার বাড়িতে এসেছেন দেখা করতে
সবই আল্লাহ’র ইচ্ছে।
কি জানি কেন তিনি দেখা করে বলেন,
আমার কোন ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিয়েন সবাই।
সবাই এই লোকটির জন্য দোয়া করবেন।
আল্লাহ তার মনের আশা পুর্ণ করুন।