প্রেস বিজ্ঞপ্তি:সারা দেশ ব্যাপী অনুষ্ঠিত হতে যা চ্ছে এইচএসসি-২০২২। সকল পরীক্ষার্থীদের শু ভ কামনা জানিয়ে ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভা পতি ছৈয়দুল বশর বলেন, প্রিয় পরীক্ষার্থী,তোম রা যারা ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে তাদের জন্য রইল আমাদের আন্তরি ক শুভ কামনা।
তিনি আরো বলেন,তোমরা জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে,যে পরীক্ষা গড়ে দিবে তোমা দের জীবনের পথ চলার ভিত যে ভিতের ওপর ভিত্তি করে তোমরা আঁকবে আগামীর ছবি। পড়া শোনা এবং পরীক্ষা নিয়ে আমরা প্রধানত দু’টি বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মনে রাখবে,পড়াশোনা যেন তোমাদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়। শিক্ষা হবে আনন্দের।
নতুন কিছু জানার,আনন্দ,আবিষ্কারের আনন্দ, লনিজেকে সমৃদ্ধ করার আনন্দ। একজন শিক্ষা র্থী তার শিক্ষা জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে শিখবে এটাই কাম্য আর পরীক্ষা নিয়ে বল বো,পরীক্ষা কোন ভীতিকর বিষয় নয়। এটি নি জেকে প্রমাণ করার মাধ্যম। তোমরা দীর্ঘ দুই বছ র ধরে যা শিখেছ,জেনেছ তার ফলাফল প্রাপ্তির মাধ্যম এইচএসসি পরীক্ষা। তোমাদের আগামী জীবনেও হতে হবে পরীক্ষার মুখোমুখী। তাই এখ ন থেকেই নিজেকে গড়ে তুলো নতুন ভাবে ভয় নয় নিজেকে প্রমাণ করার মাধ্যম হচ্ছে পরীক্ষা।
আর সর্বশেষে বলব রিভিসনের জন্য অবশ্যই প্রয়োজনীয় সময় হাতে রাখবে। মনে রাখবা, পরীক্ষায় এ+ প্রাপ্তি সব নয়।গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যা শিখেছো তার প্রতিফলন। আমরা প্রায়ই এক টি কথা বলে থাকি, একজন ভালো শিক্ষার্থীর এ+ এর পেছনে ছোটার দরকার পরে না,বরং এ+ তার পেছনে ছুটে। তোমাদের সামনে অপেক্ষা করছে এক নতুন জীবন,নতুন আগামী সে আগা মীতে তোমরা জ্ঞানের আলোতে উজ্জ্বল করবে দেশমাতৃকার মুখ,সারা বিশ্বে বাংলাদেশকে পরি চিত করাবে নতুন পরিচয়ে। সে আগামীর পথে তোমাদের পথ চলায় আমাদের শুভকামনা রইল তোমাদের সাথে। তোমাদের সবার সাফল্য কাম না করছি।