মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপণী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহন করা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার প্রদান করা হয়।
উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালূ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর মেয়র ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিববৃন্দ।