বিনোদন প্রতিবেদক:- বর্তমানে অংকন কুমারের কম্পোজিশনে হাতিরপুল সেশনের জনপ্রিয় গান “উপ” শোনেননি, এমন সংগীতপ্রিয় মানুষ বোধহয় নেই।
গানটি বর্তমানে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, সোশ্যাল মিডিয়াতে গানটির কভার করছেন অনেকেই। তবে এই গানটিকেই ভিন্ন আঙ্গিকে গাইলেন সুরপ্রিয়া। সুরপ্রিয়া বা সুরভী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।
সুর ও গানের কথা অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র ভাষা বদলে বরিশালের আঞ্চলিক ভাষায় গানটি গেয়ে ইতিমধ্যে তিনি ব্যপক প্রশংসিত হয়েছেন। তার ফেসবুক পেইজে গানটি আপলোডের পর পরই নেটিজেনদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। বরিশাল ছাড়াও অন্যান্য অঞ্চলের মানুষও এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আঞ্চলিকতা কখনই লজ্জার নয়, বরং এতে আছে নিজস্ব মাধুর্য ,এমনটাই তিনি ভাবেন বলে জানিয়েছেন।