September 10, 2024, 3:30 pm
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও পদত্যাগের দাবী শিক্ষার্থীদের ডিএমপির ডেমরা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেল ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন লক্ষ্মীপুরে মামলার ভয় দেখিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবী করেছে বিএনপি এক নেতা রাজশাহীতে মামলার পর আসামীদের থেকে চাওয়া হচ্ছে চাঁদা ৯ ব্যাংকের ইস্যুকৃত কোটি টাকার চেক ক্লিয়ারেন্স বন্ধের নির্দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা আওয়ামীলীগের শীর্ষ দুই নেতা সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার রংপুরে সাংবাদিক সুমনের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট, আহত ৫
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে,আটক

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে প্রতিবেশীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে, আটক,মিলন নামের এক যুবক,অভিযুক্ত আসামি মিলন জানান,হবিবার রহমান (হবি),আরোব আলী ও তার স্ত্রী হিরা বেগম,আমাকে দিয়ে পারভেজ নামে র এক জনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য বলে, এ বং আমি পারভেজ এর দোকানে হবিবর রহমানের কথায় ৪ পিচ ইয়াবা দিয়ে পারভেজকে পুলিশে ধরিয়ে দিতে তার দোকানে ঢোকার সময় উপস্থিত মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে তারা আমাকে ৪পিচ ইয়াবাসহ আটক করে।

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ময়ে নখোলা গ্রামের মো:আনসার উদ্দিন মোল্যার ছেলে মো:পারভেজ মোল্যা (৩০),দীর্ঘ দিন ধরে ঘোড়াখালী ঘাটে মোদিদোকানের ব্যবসা করে আসছে। গত (১৪ নভেম্বর) সোমবার আনুমানিক সন্ধা ৬টার দিকে

একই গ্রামের ময়েনখোলা গ্রামের আব্দুল গণি শেখ এর ছেলে মো:হবিবার রহমান (হবি) শেখ (৪২) তার স্বজন নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয় নের লস্কারপুর গ্রামের মশিয়ার মোল্যা’র ছেলে মো: মিলন মোল্যা (২৬),কে দিয়ে একই গ্রামে’র ঘোড়া খালী ঘাটে অবস্থিত পারভেজ ষ্টোর এর মালিকপারভেজকে (৪ পিচ) ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে আটক হয়,পুলিশের সোর্স পরিচয়দানকারী মিলন মোল্যা। সরজমিনে গিয়ে জানা যায়,সোমবার সন্ধায়

মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম ঘোড়া খা লী ঘাটে অবস্থিত পারভেজ ষ্টোর অভিযান চালাতে গিয়ে মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্তত্ব রত অ ফিসার শাহারিয়ার,মিলনে’র গতিবিধি সন্ধেহ হও য়ায় মিলনের শরীর তল্লাশি করলে উপস্থিত সাং বাদিক ও জনগনের সামনে মিলনের হাতের মধ্য থেকে ৪পিচ ইয়াবা উদ্ধার করেন। এসময় ঘটনা জানাযানি হলে,উত্তেজিত জনতা ভিড় জমায়,পরে মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর মিলনকে আটক করে মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের অফিসে নিয়ে যান।

আসামি মো:মিলন মোল্যা নড়াইল সদর থানার জেল হাজত থেকে সাংবাদিকদের জানান,দোকা নদার পারভেজকে আমি চিনি না,পারভেজকে ইয়া বা দিয়ে ফাঁসাতে আমাকে বলেছে ময়েনখোলা গ্রামে র আরোব আলী ও তার স্ত্রী হিরা বেগম এবং একই গ্রামে তার আত্মীয় হবিবার রহমান হবি শেখ, আমা কে বলে পারভেজের দোকানের পাশে ইয়াবা রেখে ছি তুই পারভেজের দোকানে ইয়াবা রেখে পুলিশে ধরিয়ে দে,এসময় কিছু বুঝে উঠার আগেই,পুলিশ আমার কাছে থাকা ৪পিচ ইয়াবাসহ আমাকে আটক করে এবং তাদের অফিসে এনে ১০পিচ ইয়াবা দিয়ে

আমাকে চালান দেয়। আসামি মিলনকে দিয়ে যারা এ জঘন্য কাজ করিয়েছে তাদের সাথে মোবাইল ফোনে যে সকল কথাবার্তা হয়েছে তার কলরেকো র্ডিং সাংবাদিকদে হাতে এসেছে। এদিকে,গ্রাম্য কো ন্দলকে কেন্দ্রর করে রাগের মাথায় পারভেজকে ইয়াবা দিয়ে ফাঁসাতে চেষ্টা করা হয়েছে বলে সাংবা দিকদের ক্যামেরায় শিকার করেন,অভিযুক্ত ময়েন খোলা গ্রামের হবিবার রহমান হবি শেখ এর স্ত্রী।

ময়েনখোলা গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তি কাউকে বা ড়িতে পাওয়া জায়নি,এজন্য তাদের বক্তব্য নেয়া স ম্ভব হয়নি। জানা যায়,পারভেজদের সাথে হবিবার রহমান হবি,আরোব আলী ও তার স্ত্রী হিরা বেগম এর সাথে তর্ক করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে,এরই জের ধরে তাদের আত্মী মিলনকে দিয়ে এ ঘটনা ঘটাতে চেষ্টা করেছে তারা। এদিকে,মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের সাব ইন্সেপেক্টর শাহারিয়ার জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াখালী ঘাটে পারভেজ নামের এক ব্যক্তির দোকানে অভিযান চলাকালে আসামি মিলন এর গতিবিধি সন্দেহ হলে পারভেজের দোকানে ঢোকার সময় মিলনের শরীর তল্লাশি করে ১০পিচ ইয়াবাসহ মিলনকে আটক করি এবং নড়াইল সদর থানায় নিয়মিত মামলা রুজু করি,যার নড়াইল সদর থানার মামলা নং-১৬।

আসামি মিলন সাংবাদিকদের জানান,সীমাখালী গ্রামের আকো এর ছেলে সাগর আমাকে ঘটনার দিন সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে এবং এ ঘটনা ঘটার পরে আমার বাড়িতে খবর দেয়। আসামি মিলন আরো জানায়,সাগর ফোন করে আমার স্ত্রীকে বলে তোমার স্বামী মিলনকে পুলিশে ধরে বেধড়ক মারধোর করছে,এ খবর শুনে দ্রুত ঘটনা স্থল ঘোড়াখালী ঘাটে আমার স্ত্রী এসে দেখে,মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যগণ আমাকে ৪পিচ ইয়াবাসহ আটক করেছে কিন্তু মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের অফিসে আমাকে এনে ১০পিচ ইয়াবা দিয়ে আমাকে চালান দেই

,এসময় আমি তাদের কাছে বলি আমার কাছে ৪পি চ ইয়াবা পেয়েছেন,তাহলে কেন ১০পিচ ইয়াবা দিয়ে চালান দিচ্ছেন,উত্তরে তারা বলেন,১০পিচের নিচে মামলা হয় না বলেও তারা আমাকে জানান। ঘোড়া খালী ঘাটে ঘটনার সময় উপস্থীত একাধীক স্থানী য়’রা সাংবাদিকদের জানান,পরের কথায় মিলন ৪ পিচ ইয়াবা দিয়ে পারভেজকে ফাঁসাতে গিয়ে নিজেই আমাদের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে ৪পিচ ইয়াবাসহ আটক হয়েছে,আমাদের সাম নে মিলনের কাছে ৪পিচ ইয়াবা পেয়েছে কিন্তু ১০পি চ ইয়াবা মিলনের কাছে পাইনি বলেও জানান কিন্তু মিলন পুলিশের সোর্স বলে পরিচয় দিয়েছে বলেও জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page