🍂🍂🍂” নির্বাসনে মানবিকতা ”
– এম কে বড়ুয়া।
ইট পাথর বয়ে কর্মঘন্টার ঘড়িটা
রাত্রিতে যখন থামে ক্লান্ত শরীরে
উপোস পেটে খিদের রাজ্যে তখনও
মনে হতো ভালো আছে তো আমার স্বজনেরা?
স্বার্থের দ্বন্দ্বে আজ ভালোবাসার মায়া মমতা
অতীতের সেই স্মৃতি তাহারা রাখেনি মনে,
বিশ্বাসঘাতক,স্বার্থপর স্বজনেরা
কেড়ে নিয়েছে সহায়-সম্পত্তি
নষ্ট পৃথিবীর জন্য নেই কোন কষ্ট আমার,
চেনা মানুষগুলোর সুর কেমন যেন অচেনা
চারিদিকে শুধু, চেনা মানুষ গুলির
অচেনা হিংসা,নিন্দার হুংকার।
জেনেছি আমি একজন সফল ব্যর্থ মানুষ।
সমাজ প্রিয়জনকে দিতে পারি নাই কিছু,
প্রিয়জন ও সমাজের ভালোবাসা পেতে
টাকা ছাড়া কেউ কারো হয়না আপন
মানবিকতা আজ চলে গেছে নির্বাসনে,
তারিখ-১০/০৫/২০২২ ইং
💤Good morning God bless you💤
সম্মানিত উপদেষ্টা
কবি বন্ধু সাহিত্য পাতা (কবসাপা) চট্টগ্রাম
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড।ঢাকা-১০০০