February 10, 2025, 9:34 am
শিরোনামঃ
অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে অবৈধ সরকারের ঈমানদার যৌথবাহিনী ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ব্রেকিং নিউজ: ডাক্তার পিনাকী ভট্টাচার্যের গ্রামের বাড়িতে আগুন দিলো ছাত্রলীগ আ’লীগের নেতা খোলস পাল্টানো বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস গভীর রাত্রে অনেক আওয়ামীলীগের বাড়ির ঘর লুটপাট ও পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা লক্ষ্মীপুরে ফতেহপুর বাজারের ব্যবসায়ী বেলাল মেম্বার এর দশ লক্ষ টাকার মালামাল লুট ও দোকান ঘর দখল ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ঠাকুরগাঁওয়ে শিশু উর্ধ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফারুক হোসেন মজুমদার প্রযোজিত ভালোবাসি তোমায়’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হলেন কায়েস আরজু ও শিরিন শিলা

Reporter Name

খান মাহাদী :-‘ভালোবাসি তোমায়’ চলচ্চিত্রে জু টিবদ্ধ হলেন কায়েস আরজু ও শিরিন শিলা। ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় ছবিটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফা রুক হোসেন মজুমদার প্রযোজিত এই ছবিটির সংলাপ,চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আনো য়ার শিকদার (টিটন মামা)। চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।

চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘ছবিটির গল্প অসাধারণ। গল্পে ভিন্নতা আছে। এক কথায় নিটোল প্রেমের গল্পের ছবি। আর আমার চরিত্রটিও মনে রাখার মতো।গল্প শুনেই আমি ছবিটির প্রেমে পড়ে যাই। আশা করছি, ভালো কিছু হবে। দীর্ঘদিন যাবত বেশ কয়েকটি ছবির অফার পেয়ে আসছি। কিন্তু ব্যাটে-বলে মিলছে না বলে সব ছবিতে কাজ করা সম্ভব হচ্ছে না।

মনের মতো গল্প ও চরিত্র পেলাম’ছবির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে অন্তর,ইরা শিকদার, শাহনূর,সুব্রত,শহীদুল আলম সাচ্চু,বড়দা মিঠু, রেবেকা,জ্যাকি আলমগীর, ববি,আনোয়ার সিরাজী প্রমুখ।

নির্মিতব্য এই ছবিটিতে গান রয়েছে পাঁচটি। সাহা বুদ্দিন মজুমদার,মিলন খান,সুদীপ কুমার দ্বীপ, এস কে সাগর শান ও আবুল হোসেন মজুমদা রের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচা লনায় আছেন আনোয়ার শিকদার ( টিটন মামা )। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা, এস কে সাগর শান,পড়শী,এস এ মুন্না,কাজী শুভ,বিন্দু কনা,বেলাল খান,মিতা মল্লিক ও তান জিনা রুমা।



Our Like Page
Developed by: BD IT HOST