মোঃরিপন ইসলাম বগুড়া সদর প্রতিনিধিঃ
বুধবার বিকেলে বগুড়া পৌরসভা ১৯নং ওয়ার্ডের কাউ ন্সিলর লুৎফর রহমান মিন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং রোহন চৌধুরী হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে শহরের মানিকচকবাজা রে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।পৌরসভার ১৯ নং ওয়ার্ড নাগরিক কমিটির সভাপতি এসএম আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং
সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুনের পরিচালনায় নাগরিক কমিটির ব্যানারে আয়েজিত উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এ সময় তিনি বলেন রোহান চৌধুরী হত্যা মামলার সাথে যারা জড়িত তাদের শাস্তি হোক এটা আমরা সবাই চাই।
কিন্তু যারা জড়িত নয় তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। লুৎফর রহমান মিন্টি ১৯ নং ওয়ার্ডের একজন জন প্রিয় কাউন্সিলর। তার আত্মীয় স্বজন যদি জড়িত থাকে তাহলে তারা দোষি কিন্তু সে তো দোষ করেনি। তাহলে কেন তাকে সে মামলায় জড়ানো হলো? অবিলম্বে মিন্টুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলো আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। এসময় ১৯ নং ওয়ার্ডের শত শত সাধারণ নারী পুরুষ মানব বন্ধনে উপস্থিত ছিলেন।
তাদেরও দাবী মিথ্যা মামলায় কাউন্সিলরকে জড়িয়ে এলাকার সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করা হয়েছে।কেননা আমরা নাগরিক সুবিধা ও সরকারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। অবিলম্বে ১৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।