মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নুনের টেক (মায়াদ্বীপ ) নামে পরিচিত। সোনারগাঁয়ের এটি নদী বেষ্টিত এলাকা হওয়ায় অনেক নীরবে ইয়াবা ট্যাবলেট এর ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। মো: শুক্কুর আলী পিতা ছোবান গ্রামঃ রগুনারচর, বর্তমান নিবাসি নুনের টেক,
১৩ ই নভেম্বর গোপন তথ্য সূত্রের মাধ্যমে আরো জানা যায়, এলাকার কতিপয় সিন্ডিকেটের শেল্টার দাতাদের নাম ও উঠে আসে সংবাদ ও গনমাধ্যমের কর্মীদের কাছে, ১/ চান বাদশা ২/ আনোয়ার ওরফে আন্ডার হোসেন, ৩/ জহির ৪/মিজান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন তাদের ছায়ায় প্রভাব বিস্তার করে যুবসমা জের কাছে এভাবেই মাদক বিক্রি করে আস ছে এই চক্রটি,
সংবাদ কর্মীদের কাছে ভিডিও ফুটেজ সহ যথেষ্ট প্রমান ও রয়েছে। এদিকে সোনারগাঁয়ের নদী বেষ্টিত এলাকা হওয়ায় প্রশাসনিক নজরদারী সহ সর্ব দিকের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারনেই মাদক সহ সকল ধরনের অপরাধের কারখানায় পরিনত হয়েছ মায়াদ্বীপ খ্যাত নুনের টেক। অনেকে অভিযেগ করে বলেন, এক কথায় প্রসাসনের নীরবতার কারনেই প্রকাশ্যই মাদক বিক্রি করতে সাহস পায়।