December 7, 2024, 8:55 pm
শিরোনামঃ
ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেয়া হয়েছে: গভর্নর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ব্যাটারিচালিত রিকশা চালুর দাবি নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে

Reporter Name

আদিলুর রহমান, ঢাকা:

রাজধানীর জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
রাজধানীর জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালু রাখার দাবি নিয়ে আজ শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এর আগে, শুক্রবার ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করেন রিকশাচালকেরা।

ব্যাটারিচালিত যানবাহন চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার পর গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তারা। এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়েছে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। অবরোধের কারণে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে চার ঘণ্টা। তবে অবরোধের দেড় ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ।

আতঙ্কে বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাটও” ভোগান্তি তে পড়েন।ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ীরা ঠিক সময়ে কাজের জায়গায় যেতে পারছে না প্রতিদিন রাস্তায় গণ্ডগোলের কারণে। দোকান-পাটও খোলা যাচ্ছে না। খুবই সমস্যার মধ্য দিয়ে দিন পার করছে সবাই।

এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অবরোধকারীদের মধ্যে দুষ্কৃতিকারী থাকতে পারে বলে ধারণা পুলিশের।

ওয়ারী উপ পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন বলেন, ‘আমরা মনে করছি, ছদ্মবেশে অবরোধকারীদের মধ্যে দুষ্কৃতিকারীরা আছে। এদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এভাবে যে কোনো সমস্যা নিয়ে যদি দুষ্কৃতিকারীরা উস্কানি দিয়ে সাধারণ মানুষের জীবনে সমস্যার সৃষ্টি করতে চায়, তা দমনে আমরা বদ্ধ পরিকর।’

এদিকে ব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলনের কারণে জুরাইন রেল স্টেশনে আটকে যায় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। একই কারণে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি কমলাপুরের স্টেশনে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার সকাল ১১টা ২০ মিনিট থেকে জুরাইনে রেলপথ অবরোধ করে রাখে ব্যাটারিচালিত রিকশার চালকেরা। এ কারণে আমাদের শিডিউল অনুযায়ী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’

মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা তিনদিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে নামে ব্যাটারিচালিত রিকশার চালকেরা।



Our Like Page