November 13, 2025, 1:39 am
শিরোনামঃ
শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ফেইসবুকে পোস্ট দেখে অসহায়ের বাড়িতে খাদ্য সহায়তা পাঠালেন নেত্রকোনা জেলা প্রশাসক নরসিংদীর ‌শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম যমুনা অয়েলে অভিনব পদ্ধতিতে ডিজিএম হেলাল উদ্দিনের নেতৃত্বে জালানি তেল চুরি তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক : বাণিজ্য উপদেষ্টা কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্টলাইনের যোদ্ধা : খাদ্য উপদেষ্টা শ্যালিকাকে গণধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড উপজেলা ভূমি অফিসে নিরাপত্তা ও স্বচ্ছতার কারণেই বড় গেইট বন্ধ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিন্তে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে- সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ চট্টগ্রাম কাস্টম হাউসের”ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা ও ৫ ব্যবসায়ী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রকৌশলীর জমি-ফ্ল্যাট-গাড়ির পাহাড়: দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি

Reporter Name

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুর রহমানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তিনি দীর্ঘদিন ধরেই সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পে দায়িত্ব পালন করছেন, আর এই সময়ে নিজের নামে এবং স্ত্রীসহ স্বজনদের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়িসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ময়মনসিংহের স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের প্লট নম্বর ২৫, ২৭, ২৯, ৩১, ৩৩, ৩৫, ৩৭, ৩৯, ৪১, ৪৩, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৫, ৫৭, ৫৯ ও ৬১ সহ মোট ১৮টি জমি তার পরিবারের মালিকানাধীন। এছাড়াও নগরীর কালিবাড়ি মোড় সংলগ্ন টাউন হল রোডে ৫ তলা ভবনের একটি ফ্ল্যাট, গাঙ্গিনারপাড়, টাউন হল, চরপাড়া, আকুয়া ও বলাশপুরে একাধিক প্লট ও ভবন রয়েছে।

শুধু জমি-বাড়ি নয়, আজিজুর রহমানের পরিবারের নামে রয়েছে ৩টি বিলাসবহুল গাড়ি। গাড়ির মালিকানা কাগজে স্ত্রী ও শ্যালক-ভগ্নিপতির নামে থাকলেও এগুলো প্রকৌশলীর নিয়ন্ত্রণেই রয়েছে বলে স্থানীয়দের দাবি।

সরকারি চাকরিতে থেকেও এত বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরেই তিনি অর্থনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদারদের পক্ষ নেন, সুবিধা দেন এবং এর বিনিময়ে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ উঠেছে। তার সম্পদের পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে গেছে বলেই স্থানীয় সূত্র দাবি করেছে।

অভিযোগ রয়েছে, শহরের গুরুত্বপূর্ণ নির্মাণ প্রকল্পগুলোর বাজেট বাড়াতে গিয়ে আজিজুর রহমান পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়েছেন এবং প্রতি প্রকল্পে মোটা অঙ্কের কমিশন নিয়েছেন। এ বিষয়ে কেউ কথা বললে তাকে বদলি বা হুমকি দেওয়া হয় বলেও জানা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আজিজুর রহমান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সৎভাবে দায়িত্ব পালন করছেন। তার পরিবার কিছু ব্যবসা করছে এবং সেখান থেকেই এসব সম্পদ এসেছে।

এদিকে স্থানীয়দের একাংশ দুর্নীতির এই পাহাড়ের পেছনে প্রকৃত উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, এই প্রভাবশালী প্রকৌশলী ও তার নেটওয়ার্ক ভেঙে ফেলা না গেলে ময়মনসিংহ সিটির উন্নয়ন প্রকল্পগুলো আরও বড় ধরনের দুর্নীতির ফাঁদে পড়বে।
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কতিপয় কর্মকর্তা ও কর্মচারী সম্পদের পাহাড় গড়েছেন। রয়েছে বহাল তবিয়তে।



Our Like Page
Developed by: BD IT HOST