নিজস্ব প্রতিনিধি – বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভা এবং বিভাগীয় নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত অদ্য ২১ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সন্মেলন কক্ষে রংপুর বি ভাগীয় আইন শৃঙ্খলা কমিটির,বিভাগীয় চোরাচা লান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভা এবং বিভাগীয় নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম,বিভাগীয় কমিশনার,রংপুর বিভাগ,রংপুর মহোদয়। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি,বাংলাদেশ পুলিশ,রংপুর রেঞ্জ, রংপুর জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপি এম মহোদয়।
সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রং পুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে অতিরি ক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী;পরিচালক (স্বাস্থ্য),রংপুর বিভাগ,রংপুর; সেক্টর কমান্ডার,বিজিবি,রংপুর; ডিটাচমেন্ট কমা ন্ডার, ডিজিএফআই, রংপুর; কমিশনার, কাস্টমস
এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,রংপুর; পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর; সিও, র্যাব; ০৮ জেলার জেলা প্রশাসক মহোদয়গণ পরিচালক, আনসার ভিডিপি, রংপুর অঞ্চলসহ আরোও অন্যা ন্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রধান নির্বাহী কর্মকর্তা,রং পুর সিটি কর্পোরেশন; পরিচালক, স্থানীয় সরকার রংপুর বিভাগ; পরিচালক,পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগ; প্রধান প্রকৌশলী,পানি উন্নয়ন বোর্ড রংপুর; উপ-পরিচালক,মৎস্য অধিদপ্তর রংপুর;বিভাগীয় বন কর্মকর্তা রংপুর বিভাগ;যুগ্ম/উপ-পরিচালক,বিআই ডব্লিউটিএ রংপুর সহ স্থানীয় প্রেসক্লাবের সভাপতি।
আলোচনা সভায় রংপুর বিভাগীয় চোরাচালান নি রোধ টাস্কফোর্স কমিটির ও উন্নয়ন সমন্বয় কমি টির কার্যবিবরণী নিশ্চিতকরণ,জেলা ও উপজেলা পর্যা য়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা, জেলা ও উপজেলা টাস্কফোর্স কর্তৃক পরিচালিত অভিযান,মাদকের বিরুদ্ধে শুধুমাত্র টাস্কফোর্স সং শ্লিষ্ট মোবাইল কোর্ট পরিচালনা,চোরাচালান মাম লা র অগ্রগতি প্রতিবেদন, চোরাচালান প্রতিরোধে সীমা
ন্ত এলাকায় আইন-শৃংখলা জোরদারকরণ এবং বি বিধ বিষয়ে চলমান ও গৃহীতব্য কার্যক্রম সংক্রান্তে আলোচনা হয়। নদীর অবৈধ দখল,অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধ ও প্রতিকার করা; পানি ও পরিবেশ দূষণ,শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ রোধ ও প্রতিকার করা; নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, বিলুপ্ত বা নদী পুনরুজ্জীবিত করা,
নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ-পরিবহানযো গ্য হিসেবে গড়ে তোলা; আর্থ-সামাজিক উন্নয়নে ন দীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা; নদীর অবৈধ দখল,দখল প্রতিরোধ এবং প্রতিরোধ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে তথ্য সর বরাহ করা; নদীর দূষণ, দখল ইত্যাদি বিষয়ে মনি টরিং করে জাতীয় নদী রক্ষা কমিশনকে অবহিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।