April 20, 2025, 2:34 am
শিরোনামঃ
শাহজাদপুরে মাচাল তৈরিকে কেন্দ্র করে যুবক নিহত, জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না :মির্জা ফখরুল ময়মনসিংহে ডিবি হেফাজতে অমানষিক নির্যাতন যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা ময়মনসিংহ অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে সফল মানবিক সহায়তা শেষে দেশের পথে বাংলাদেশের উদ্ধার ও চিকিৎসা দল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাবেয়ার হত্যার ‍রহস্য উদঘাটন, হত্যাকারী ০২ জন গ্রেফতার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ ডিবি,

Reporter Name

প্রথম বাংলা – গত ১৯/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ত্রিশাল থানা ধীন চকরামপুর এলাকায় বাঁশঝাড়ের ভিতর রাবেয়া বেগম (৪০),পিতা-মৃত মনজু মিয়া,মাতা-রহিমন নেছা,সাং-কৈলাগ ,থানা-বাজিতপুর,জেলা-কিশোরগঞ্জ এর লাশ পাওয়া যায়। ভিকটিম রাবেয়া বেগম এর পরিবারের লোকজনদেরসাথে কথা বলে জানা যায় যে,রাবেয়া গাজীপুর টঙ্গী এলাকায় থাকিয়া বাসা বাড়ীতে ঝি এর কাজ করত।

গত ২১/০৯/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ত্রিশাল থানা পুলিশের মাধ্যমে জানতে পা রেন ত্রিশাল থানাধীন চকরামপুর সাকিনে বাদীর বড় বোন ভিকটিম রাবেয়া বেগম এর লাশ পাওয়া গিয়াছে। এতদসং ক্রান্তে ত্রিশাল থানার মামলা নং-১৯, তারিখ-২১/০৯/২০ ২৩ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।

ময়মনসিংহ পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ এর তত্ত্বাবধানে অফিসা র ফোর্সের সহায়তায় উল্লেখিত হত্যার ঘটনায় সরাসরি জ ড়িত হত্যাকারী ১।মোঃ ইসমাইল (৩৮),পিতা-মৃত হোসেন আলী,মাতা-মোছাঃ রহিমা খাতুন,২। মোঃ আযাহার আলী ( ৩৮), পিতা-মৃত অয়েজ উদ্দিন,মাতা-মোছাঃ জোৎস্না,উভ য় সাং-বাবুপুর, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে ইং ২২/০৯/২০২৩ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকার সময় নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি মোঃ ইসমাইল গফরগাঁওয়ের একজনের মাধ্যমে প্রায় ৬/৭ মাস পূবে ভি কটিম রাবেয়া বেগমের সাথে পরিচয় হয়।সে সুবাদে তাদে র মধ্যে দীর্ঘদিন যাবৎ মোবাইলে কথাবার্তার মাধ্যমে একপ র্যায় প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ডিশিষ্ট রাবেয়া বেগম কিছুদিন থেকে ইসমাইলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে।

বিয়ে না করলে ইসমাইল এর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা করবে বলে হুমকি দেয়। তখন আসামি ইসমাইল মামলার ভয়ে আতংকে থাকে এবং কিভাবে রাবেয়া বেগমকে শিক্ষা দেওয়া যায় সে বিষয়ে তার বন্ধু আযাহার ও পলাতক আসা মি রফিকের সাথে পরিকল্পনা করে গত ইং ১৯/০৯/২০২৩ তারিখ ইসমাইল ডিশিষ্ট রাবেয়াকে পূর্বেই মোবাইল ফোনে গাজীপুরের টঙ্গী এলাকা হইতে ময়মনসিংহের গফরগাঁও আসতে বলে।ইসমাইল এর কথা মতে,ভিকটিম টঙ্গী হইতে ট্রেনে রওনা করে গফরগাঁও রেল ষ্টেশনে এসে পৌঁছায়।

পরে গফরগাঁও রেল ষ্টেশনে ইসমাইল,আযাহার ও রফিক একত্রে রেল ষ্টেশনে গিয়ে ভিকটিম রাবেয়ার সাথে সাক্ষাৎ করে।রেল স্টেশন থেকে একটি অপরিচিত সিএনজি নিয়ে ডিসিস্ট রাবেয়াকে সহ ত্রিশাল থানার ধলা বাজারের উদ্দে শ্যে রওনা করে ধলা বাজারে পৌঁছায়।ধলা বাজারে একটি ছোট হোটেলে একত্রে সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করেএক পর্যায়ে রাবেয়া আসামি ইসমাইলকে বলে,আমার পেটে তোমার বাচ্চা, তুমি আমাকে বিয়ে কর,না হলে আমি তোমার বিরুদ্ধে মামলা করবো।

তখন বাচ্চার বিষয়টি ইসমাইল অস্বীকার করে রাবেয়াকে খাবার টেবিলে রেখে ইসমাইল তার সহযোগী আযাহার ও রফিককে ডেকে হোটেলের বাহিরে গিয়ে দাড়ায় এবংভিক টিম রাবেয়া বেগমকে হত্যার করার পরিকল্পনা করে। পরি কল্পনা মতে হত্যাকারীরা ডিসিস্ট রাবেয়াকে বিয়ে করবে বলে ত্রিশাল থানাধীন চকরামপুর এলাকার উদ্দেশ্যে সিএ নজি যোগে রওনা দেয়। পরে একই তারিখ রাত্রে অনুমান ২২:০০ ঘটিকার সময় ঘটনাস্থলে বাঁশঝাড়ের ভিতরে ভিক টিম এর ওড়না দিয়া পেঁচিয়ে শ্বাসরোধ করতঃ হত্যা করে এবং ওড়নার একপ্রান্ত গলায় ও অপরপ্রান্ত বাঁশের সাথে বেধে রেখে ঘটনাস্থল হতে দ্রুত হত্যাকারীরা পালিয়ে যাই।

উক্ত আসামীদ্বয়কে অদ্য ইং ২৩/০৯/২০২৩ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট,৩নং আমলী আদালতে সোর্পদ করা হলে,উক্ত আসামীদ্বয় লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে মামলাটি তদন্তাধীন।



Our Like Page
Developed by: BD IT HOST