মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি”
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) আসরের নামাজের পর শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায় হান উদ্দিন,আব্দুস সালাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, মাসুম রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত আলী রবিউল, মোঃ রহমত আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নাদিম আলী, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।