মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রবীন্দ্র কাছারি বাড়ির সামনে বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান রাখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি টির সৌন্দর্য নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে।তথ্য মতে, রবীন্দ্র কাছারি বাড়ির সন্মুখের এ ভবনটির ২য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর সুতা ব্যাবসায়ী নেতা হাজী রমজান, মনোয়ার হোসেন ও সিরাজু ল ইসলাম এর নেতৃত্বে হঠাৎ পুনরায় কাজ শুরু করায় দেখা দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব।
প্রশাসনের পক্ষ থেকে বারং বার নিষেধ করা সত্ত্বেওনির্মাণ কাজ চলমান রাখায় কবিগুরুর স্মৃতি বিজরিত এ কাছারি বাড়ির নান্দনিকতা হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।ইতিম ধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ভবনে উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত রবীন্দ্র কাছারি বাড়িটি প্রত্নতত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে।কাছারি বাড়িটির সৌন্দর্য যেন নষ্ট না হয় সেজন্য কাছারি বাড়ির আশপাশে বহুতল ভবন নির্মাণে বিধিনিষেধ রয়েছে।এসব বিধিনিষে ধের তোয়াক্কা না করে ভবনটিতে পুনরায় নির্মাণ কাজ চালু করেছে ভবন মালিকেরা।
এই বিষয়টিকে কেন্দ্র করে শাহজাদপুরে রবীন্দ্র প্রেমিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ভবনটি অপসারণের দাবি জানিয়েছে রবীন্দ্র প্রেমিরা।এ বিষয়ে রবীন্দ্র কাছারি বাড়ির কাষ্টোডিয়ান মোঃ আবু সাঈদ ইনাম তানভির বলেন, এ ভবনটির নির্মান কাজ চলমান থাকায় এটি অপসারণের ব্যাবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, ভবনের নির্মাণ কাজ চলমান থাকার খবর পেয়ে উক্ত ভবনে গিয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়ে ছে এর পরেও যদি কাজ চলমান রাখা হয়,সেক্ষেত্রে আই নানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।