নিজস্ব প্রতিবেদক – অদ্য ১৩ অক্টোবর ২০২২ খ্রিঃ দুপুর ১২:৩০ ঘটিকায় ডিআইজি রংপুর রেঞ্জ কার্যা লয়ের সন্মেলন কক্ষে ৩৮ তম বিসিএস (পুলিশ) এর শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার’গণ শিক্ষা সফর সংক্রান্তে অভিজ্ঞতা বিনিময় এবং ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয় কর্তৃক ব্রিফিং প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলন কক্ষে আগত শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার’গণ শিক্ষা সফর সংক্রান্তে গত ০৮ দিনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং রংপুর রেঞ্জের ০৮ (আট) জেলা সর্ম্পকে যে ধারনা, পুলিশের বিভিন্ন কার্যক্রম,অপরাধ দমনে পুলিশের চ্যালেঞ্জ,বিভিন্ন পর্যটন এলাকা সহ সার্বিক বিষয়ে মন্তব্য বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব এ এফ এম আনজুমান কালাম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট) জনাব মোঃ মিজানৃুর রহমান পিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব এস এম রশিদুল হক পিপিএম;পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ আব্দুল লতিফ,পুলিশ সুপার রংপুর জেলা জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, আরআরএফ রংপুর এর ডেপুটি কমান্ড্যান্ট (এসপি) জনাব মোহাঃ হাফিজুর রহমান;পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) জনাব শরিফুল আলম,সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব মোঃ শামীম হোসেন
পরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার’গণ বাংলাদেশ পুলিশ একাডেমি “সারদা” রাজশাহীর উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।