May 10, 2024, 8:53 pm
শিরোনামঃ
কাস্টমসে তোলপাড় গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস দূরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ পুলিশ সুপার কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কাবিটার ৬৫ লাখ টাকা আত্মসাৎ দুদকের মামলা ধান ও চালের মানে আপস করা হবে না – খাদ্যমন্ত্রী উপজেলা নির্বাচনী মাঠে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলুর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা পিআইও সহকারীর বিরুদ্ধে অভিযোগ চকরিয়ায় জোড়া খুন: বাদীর বিরোদ্ধে ঘরবাড়ী, গরু লুট ও চাঁদাবাজীর অভিযোগে মামলা চকরিয়ার চিরিঙ্গায় ডেকোরেশন ব্যবসায়িকে মারধর করে সর্বস্ব লুট
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় “জালাল মেলা” উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একুশে পদক প্রাপ্ত ( ২০২৪) মরমী বাউল সাধক প্রয়াত জালাল উদ্দিন খাঁ স্মরণে “জালাল মেলা”-২০২৪ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “জালাল মেলা”‘র সার্বিক বিষয়ে বক্তব্য্ রাখেন,উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

তিনি তাঁর বক্তব্যে বলেন,আত্মসন্ধানী মরমী বাউল সাধ ক জালাল উদ্দিন খাঁ’র ১৩০তম উদযাপন উপলক্ষেআ গামী ২৫,২৬ ও ২৭ এপ্রিল (বৃহস্পতিবার,শুক্র ও শনি বার) তিনদিন ব্যাপী স্মরণকালের বৃহত্তর,জালালমেলা ”অনুষ্ঠিত হতে যাচ্ছে।কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তিনদিনের এ মহতী আয়ো জনে দেশবরেণ্য লোকসংস্কৃতি গবেষকদের অংশগ্রহ ণে আলোচনা,জাতীয় ও স্থানীয় বাউল শিল্পীদের জালা লগীতি পরিবেশনা, মঞ্চ নাটক, গ্রামীণ মেলা ও পুতুল নাচের আয়োজন করা হতে যাচ্ছে।

এছাড়াও বর্ণিল এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে “ভাবতরঙ্গশিরোনামে একটি প্রকাশনান প্রকাশিত হতে যাচ্ছে,বর্ণাঢ্য এ “জালাল মেলা”র যাবতীয় আয়োজন টিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে সকল গণমাধ্যম কর্মীগনকে তাঁদের নিজ নিজ গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে দেশের লোকজ সংস্কৃতির প্রসার ও বিকাশের মূল্যবান অংশীদার হবার জন্যে বিনীত অনুরোধ জানানো হলো

এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নপর্বের মাধ্যমে জালা ল মেলা” কে সফল ও স্বার্থক করা তোলা এবং ভবিষ্য তে আরো সুন্দরভাবে উদযাপনের প্রতিশ্রুতি ব্যক্তকরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদেরচেয়ারম্যা ন বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম,কেন্দুয়া থানা অ ফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা),কে ন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবেরসাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানা জীবন,সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মাসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page