May 11, 2024, 6:16 pm
শিরোনামঃ
কাস্টমসে তোলপাড় গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস দূরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ পুলিশ সুপার কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কাবিটার ৬৫ লাখ টাকা আত্মসাৎ দুদকের মামলা ধান ও চালের মানে আপস করা হবে না – খাদ্যমন্ত্রী উপজেলা নির্বাচনী মাঠে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলুর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা পিআইও সহকারীর বিরুদ্ধে অভিযোগ চকরিয়ায় জোড়া খুন: বাদীর বিরোদ্ধে ঘরবাড়ী, গরু লুট ও চাঁদাবাজীর অভিযোগে মামলা চকরিয়ার চিরিঙ্গায় ডেকোরেশন ব্যবসায়িকে মারধর করে সর্বস্ব লুট
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় ব্যাপক উৎসাহ উর্দিপনায় বাংলা নববর্ষ পালিত

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

‘মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এসো হে বৈশাখ এসো এসো—‘ শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে এ মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আবহমান বাংলা ও বাঙালির বৈশাখী খাবার পরিবেশন করা হয় ।

এতে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, শিল্পী মোঃ দিল বাহার খান, সুসেন রায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রধান আকর্ষণ লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ঢাবির চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা । সেবারই এ উৎসব সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে । এরপর থেকে বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে এটি । ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই মঙ্গল শোভাযাত্রা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page