May 10, 2024, 12:59 pm
শিরোনামঃ
কাস্টমসে তোলপাড় গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস দূরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ পুলিশ সুপার কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কাবিটার ৬৫ লাখ টাকা আত্মসাৎ দুদকের মামলা ধান ও চালের মানে আপস করা হবে না – খাদ্যমন্ত্রী উপজেলা নির্বাচনী মাঠে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলুর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা পিআইও সহকারীর বিরুদ্ধে অভিযোগ চকরিয়ায় জোড়া খুন: বাদীর বিরোদ্ধে ঘরবাড়ী, গরু লুট ও চাঁদাবাজীর অভিযোগে মামলা চকরিয়ার চিরিঙ্গায় ডেকোরেশন ব্যবসায়িকে মারধর করে সর্বস্ব লুট
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বুক ভরা আশা টগবগে যুবক, বেপরোয়া জীবন,

Reporter Name

  1. ♥ছোটগল্প♥
    (((শেষ দেখা)))
    👳👳গল্পকার
    👳👳মাসিদুল হাসান মাসুদ

    _______________________________________________

  2. বৃদ্ধ বাবা বললো
    (আর ঢাকা যাসনে রে বাপ,
    দিন কাল ভালোনা আমার কথাটা তো একবার শোন) এই বলে করিম মিয়া ঘড়ের মধ্যে প্রবেশ করলো।
    কে শোনে কার কথা,
    দুনিয়ার সব দুঃখ সহ্য করা যায়,
    কিন্তু সন্তান অবাধ্য হলে,
    এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে??
    বাবার কথা অমান্য করে ঢাকার পথে রওনা দিলো মাসুদ।

বুক ভরা আশা টগবগে যুবক,
বেপরোয়া জীবন,
নামাজ কালামের ধার ধারেনা,
দুষ্টু সঙীপ্রভাবে কলুষিত জীবন!
চাকরি পেলো এক মেজর সাহেবের বাড়ি।একটি বাসায়,
বেতন কম নয়।
সারা মাস ধুমছে চলছে,।
এদিকে তার বাবা অসুস্থ মানুষ।
মা তার অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন।
ছেলে অবাধ্য তাই বৃদ্ধ করিম মিয়ার দোয়া করা ছাড়া কোন উপাই নেই।
দুই মাস গত হলো,

  • মেজরের বাড়িতে ফোন এলো,
    আপনার বাড়ির কাজের ছেলেটি কোথায়,
    মেয়ে কন্ঠ শুনে রগচটা মেজর ধীরগতিতে কথা বলা শুরু করলো,
    পরিচয়ও পাওয়া গেলো কাশেলপুর গ্রামের কেউ।
    মাসুদ কাশেলপুরের কথা শুনে থমকে দাড়ালো কারণ এটা তারই গ্রামের বাড়ি।
    ফোনালাপ শেষ হলে মেজর শান্ত নরম হয়ে বললো বাবা মাসুদ তুমি বাড়ি যাও,
    এই নাও বিশ হাজার টাকা,
    তোমার বাবা অসুস্থ সুতরাং আর দেরি করোনা বাবা।

মেজরের কথা শুনে মাসুদ একটু মনটা চমকে উঠলো বিবেগের ঘন্টা খুলে গেলো।
আর দেরি না করে বাসার দিকে অগ্রসর হলো,
রাত বারোটা বাজে,
আরো পাচ ছয়েক ঘন্টা লাগবে বাড়ি পৌছতে।
সুতরাং ট্রেনের সিটেতেই ঘুমিয়ে পড়লো,
যেনো মরণ ঘুম,
কবে যে মিভেপো স্টেশন অতিবাহিত হয়েছে কিছুতেই টের পেলনা মাসুদ।
ঘুম ভেঙে দেখলো ট্রেন বাড়ি ছেড়ে এসেছে সুতরাং তরিঘড়ি করে সামনের স্টেশনে দাড়ালেই নেমে পরার প্রস্তুতি নিলো মাসুদ।

  • ওদিকে মাসুদের বাবা গতকালই ইন্তোকাল করেছে,
    অনেক্ষন মাসুদের জন্য অপেক্ষা করে আছে কিন্তু আর নয়, আর ঘন্টা খানিক পরই দাফন করতে হবে বলে সিদ্ধান্ত নিল গ্রামের লোকজন।
    প্রায় সকাল ১০টা বেজেছে।
    মাসুদ সিএনজিতে বাড়ির পথে রওনা হলো উল্টোপথে।
    প্রায় বাড়ির কাছাকাছি আর ২০মিনিট হলেই বাড়ি পেয়ে যাবে,
    এদিকে গ্রামবাসি জানাজা নামাজ শেষ করে দাফন করলো মাসুদ বাবাকে।
    তাদের পরিবারে কেউই নেই বললেই চলে,
    যারা আছে দুরের আত্মীয়।
    মাসদু গ্রামে চলে এলো,
    তাদের বাঁশ বাগানে লোকজন দেখে একটু অবাক হলো।

কাছে যেতেই বাবার মৃত্যুর খবর শুনে কাঁদতে আরম্ভ করলো ,
আর চিৎকার করে বলতে লাগলো আমি এমন হতভাগা কুলাঙার বাবাকে শেষ দেখাটা ও দেখতে পারলাম না এই বলে মাটির উপর বেহুশ হয়ে পরে গেলো।
সমাপ্ত
তারিখ ঃ ১৬.০১.২৩ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page