May 11, 2024, 8:32 am
শিরোনামঃ
কাস্টমসে তোলপাড় গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস দূরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ পুলিশ সুপার কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কাবিটার ৬৫ লাখ টাকা আত্মসাৎ দুদকের মামলা ধান ও চালের মানে আপস করা হবে না – খাদ্যমন্ত্রী উপজেলা নির্বাচনী মাঠে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলুর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা পিআইও সহকারীর বিরুদ্ধে অভিযোগ চকরিয়ায় জোড়া খুন: বাদীর বিরোদ্ধে ঘরবাড়ী, গরু লুট ও চাঁদাবাজীর অভিযোগে মামলা চকরিয়ার চিরিঙ্গায় ডেকোরেশন ব্যবসায়িকে মারধর করে সর্বস্ব লুট
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ ভালুকা মডেল থানা নির্বাচিত হয়েছেন

Reporter Name

প্রথম বাংলা-ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) ভালুকা মডেল থানা নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার রেঞ্জ পুলিশে মাসিক কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হো সেন তাকে (মোহাম্মদ শাহ কামাল আকন্দ কে রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বিপিএম,পিপিএম,তার পাশে ছিলেন।

ময়মনসিংহের ভালুকা মডেল থানা সুত্রে জানা গেছে, অফিসার ইনচা্জ হিসেবে মোহাম্মদ শাহ কামাল আক ন্দ পিপিএম (বার) যোগদান করার পর থেকে অক্লান্ত পরিশ্রম ও মেধা প্রয়োগ করে ভালুকা মডেল থানায় মা মলা জট কমিয়ে আনেন।এই সময়ে তিনি আইন শৃঙ্খ লা নিয়ন্ত্রণে রাখতে বিট পুলিশিং সভা,গ্রেপ্তারিপরোয়া না তামিল,গুরুত্বপূর্ণ মামলার রহস্য উৎঘাটন,অফিসার দের সাথে পরামর্শ করে দীর্ঘদিন ধরে মেডিকেল রিপো র্ট সহ নানা অযুহাতে আটকে থাকা মামলা সমুহ পর্যায় ক্রমে দ্রুত চার্জসীট প্রদান করতে প্রয়োজনীয় পদক্ষে প গ্রহণ।

ফলে মামলার জট কমানোসহ চলমান মামলা সমুহ দ্রু ত বিচার কাজে এগিয়ে চলছে। মোহাম্মদ শাহ কামাল আকন্দ একজন নিরলস,মানবিক পুলিশ অফিসারবলে ভালুকা মডেল থানা এলাকায় প্রচার রয়েছে।নিজ কর্ম দক্ষতায় তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রে খেছেন। এ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থানায় সেবা নিতে আসা লোকজনকে প্রয়োজনে রাতভর বসে তার সমস্যা নিরসনে কাজ করেন।

অপরদিকে প্রতিটি এলাকায় পুলিশ কর্মকর্তাদেরনিয়মি ত ডিউটি তদারকি,উত্তম ও ভাল কাজের জন্য প্রয়োজ নীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। ফলে ভালুকা মডেল থানা এলাকায় দীর্ঘদিনের আটকে থাকা মামলাজট কমানো থেকে কর্মস্পৃহা বেড়ে চলছে কর্ম কর্তাগনের মাঝে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ এরসা থে কথা বললে তিনি রেঞ্জ ডিআইজি শাহ আবিদহোসে ন এবং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া’র প্রতি কৃত জ্ঞতা অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নির্দেশনায় আ মার সকল কাজে সহযোগিতা ও উৎসাহ পেয়ে থাকি। এ সফলতা ভালুকা মডেল থানার সকল অফিসার ফোর্সদের কর্মদক্ষতার অর্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page