May 10, 2024, 2:24 pm
শিরোনামঃ
কাস্টমসে তোলপাড় গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস দূরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ পুলিশ সুপার কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কাবিটার ৬৫ লাখ টাকা আত্মসাৎ দুদকের মামলা ধান ও চালের মানে আপস করা হবে না – খাদ্যমন্ত্রী উপজেলা নির্বাচনী মাঠে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলুর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা পিআইও সহকারীর বিরুদ্ধে অভিযোগ চকরিয়ায় জোড়া খুন: বাদীর বিরোদ্ধে ঘরবাড়ী, গরু লুট ও চাঁদাবাজীর অভিযোগে মামলা চকরিয়ার চিরিঙ্গায় ডেকোরেশন ব্যবসায়িকে মারধর করে সর্বস্ব লুট
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হঠাৎ অজ্ঞান রাইড শেয়ারিং চালক, শুশ্রূষা শেষে হাসপাতালে পাঠালো পুলিশ

Reporter Name

প্রথম বাংলা -জনাব হাসিবুর রহমান বয়স বত্রিশ জীবন ও জীবিকার তাগিদে বরিশাল থেকে ঢাকায় এসেছেপ্রা য় এক বছর হলো। মোটরসাইকেলে রাইড শেয়ারিং ক রেন।প্রতিদিনের মতো আজ বুধবারও যাত্রী নিয়েআসে ন রাজউক ক্রসিংয়ে। সেখানে যাত্রী নামিয়ে তিনিহঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। পাশেই দায়িত্ব পালন কর ছিলেন ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের পুলিশ সদস্য মোহাম্মদ মাহবুব রশিদ।

মাহবুব এক মুহূর্ত দেরি না করে ছুটে যান হাসিবুরের কা ছে।দেখেন তার বাম পা ও বাম হাত অর্থাৎ শরীরের বা ম পাশ অবশ হয়ে গেছে। কোন ভাবেই তিনি দাঁড়াতে পারছিলেন না। মাহবুব তৎক্ষণাৎ অন্য পথযাত্রীরসহায় তায় নিয়ে তাকে আসেন ট্রাফিক পুলিশ বক্সে।সেখানে তার মাথায় পানি দেন এবং একজন নার্স ডেকে প্রাথমি ক চিকিৎসা দেন। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় পুলিশ সদস্য মাহবুব একটি অ্যাম্বুলেন্স ডাকেন ও তার আত্মীয়-স্বজনকে খবর দেন। অ্যাম্বুলেন্সটি আসামাত্রই তাকে অ্যাম্বুলেন্সযোগে আগারগাঁওয়ে নিউরো সাইন্স হাসপাতালে পাঠিয়ে দেন।

হাসিবুরের ছোট ভাই রিফাত ট্রাফিক পুলিশের প্রতিকৃত জ্ঞতা জানিয়ে এই প্রতিবেদককে জানিয়েছেন,তার ভাই এখন অনেকটা সুস্থ ও তাকে হাসপাতাল থেকেবাড়িতে নেওয়া হয়েছে।ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পু লিশ কমিশনার মোঃ শইমী ইমতিয়াজ ডিএমপি নিউজ কে জানান, মহানগরীতে সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করার পাশাপাশি সব সময় সম্মানিত মহানগরবাসীর প্র তি এ ধরনের মানবিক দায়িত্ব পালন করছেন ডিএমপি র ট্রাফিক পুলিশ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page