May 10, 2024, 12:03 pm
শিরোনামঃ
কাস্টমসে তোলপাড় গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস দূরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ পুলিশ সুপার কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কাবিটার ৬৫ লাখ টাকা আত্মসাৎ দুদকের মামলা ধান ও চালের মানে আপস করা হবে না – খাদ্যমন্ত্রী উপজেলা নির্বাচনী মাঠে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলুর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা পিআইও সহকারীর বিরুদ্ধে অভিযোগ চকরিয়ায় জোড়া খুন: বাদীর বিরোদ্ধে ঘরবাড়ী, গরু লুট ও চাঁদাবাজীর অভিযোগে মামলা চকরিয়ার চিরিঙ্গায় ডেকোরেশন ব্যবসায়িকে মারধর করে সর্বস্ব লুট
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রকৃতির গুনে পৃথিবী সুন্দর মানুষের গুণে নয়,

Reporter Name

কবিতার নাম:আহা! মানুষ গুলো কই
লেখিকা:ইলা ইয়াছমিন

পাঠক: এমডি ইলিয়াস

  • আলোকময় ভাবনার জগৎ
    তাই ভাবতে ভালো লাগে,
    ভাবনা থেকে স্বপ্ন গুলো
    সাজাই মানসপটে।

প্রকৃতির গুনে পৃথিবী সুন্দর
মানুষের গুণে নয়,
মানবতাহীন মানুষগুলো সেজে
মানুষরূপে রয়।

  • পৃথিবী সাজানোর অলংকার গুলো
    ক্রমশ হারিয়ে গেছে,
    নীতিকথা শুধু বইয়ের পাতায়
    লেপ্টে পড়ে আছে।

সম্পর্কগুলো স্বার্থ শিকলে
সময় ফুরায় মাত্র,
মায়া মমতা ছিন্ন বানে
সেজে থাকে সূধী মৈত্র।

  • জ্ঞানী গুনীদের নীতিকথা আজ
    স্মৃতির পাতার ভাঁজে,
    লোক ঠকাতে নিত্য বাণী
    দারুণ লাগে কাজে।

লেবাস পরা ভাবের ঘোড়া সব
আসন পেতে বসে,
ধর্ম-কর্ম লোক হাসানো
আবার পয়সা নেবে কষে।

  • আহা মানুষ গুলো কই!!
    চেনা অচেনার ভিড়ে ওরা
    নিবিড় পরে রয়।

মানুষের মাঝে অন্য মানুষ
বিবেক যাদের আছে
মানবতা আর মনুষ্যত্ববোধ
ধর্ম তাদের কাছে।

  • ওরাই এহেন নিপিড়ীত হয়ে
    অবজ্ঞার জীবন বয়,
    নীতির বোঝা বইছে বলে
    দুঃখ সঙ্গী হয়।।

ভবের খেলায় মত্ত সবাই
বলো কে কার খোঁজ লয়
আহা!
সেই মানুষগুলো কই!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page