কবিতার নাম:আহা! মানুষ গুলো কই
লেখিকা:ইলা ইয়াছমিন
পাঠক: এমডি ইলিয়াস
প্রকৃতির গুনে পৃথিবী সুন্দর
মানুষের গুণে নয়,
মানবতাহীন মানুষগুলো সেজে
মানুষরূপে রয়।
সম্পর্কগুলো স্বার্থ শিকলে
সময় ফুরায় মাত্র,
মায়া মমতা ছিন্ন বানে
সেজে থাকে সূধী মৈত্র।
লেবাস পরা ভাবের ঘোড়া সব
আসন পেতে বসে,
ধর্ম-কর্ম লোক হাসানো
আবার পয়সা নেবে কষে।
মানুষের মাঝে অন্য মানুষ
বিবেক যাদের আছে
মানবতা আর মনুষ্যত্ববোধ
ধর্ম তাদের কাছে।
ভবের খেলায় মত্ত সবাই
বলো কে কার খোঁজ লয়
আহা!
সেই মানুষগুলো কই!!