মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদী প্রবাহ’র প্রকাশক ও সম্পাদক, কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি এস,এম নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত ধরে জটিল নার্ভ,হূদরোগ,চোখ,
মাথার সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্যে ১৪ সেপ্টেম্বর, (বুধবার) বাংলাদেশ সময় সকাল ১১ ঘটিকায় ইউ,এস বাংলা বিমানে ভারতের চেন্নাই ভেলোর ( তামিল নাড়ু) সিএমসি হাসপাতালে পাড়ি দেন।
বাংলাদেশ থেকে চেন্নাই’র বিমান যোগে সফর করেন ইতিপূর্বে চিকিৎসার জন্য গত বছর ৩ রা নভেম্বর চিকিৎসা গ্রহন করেন। চেকআপের জন্য পূনরায় ভারত সফরের প্রাক্ককালে তিনি দেশবাসী সহ সর্বস্থরের মানুষের কাছে সুস্হতার জন্য তার পরিবারের পক্ষে সহর্ধমীনি শাহানাজ পারভীন, সভানেএী,ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) দোয়া চেয়েছেন।