সুলতানা রাজিয়া সান্ধ্য কবি
কুড়িগ্রামে সাহিত্য সম্মেলনে সমাপনী
দিনে আজ দিনের শুরুতেই জেলার স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলার প্রায় ৪০ জন কবি এসময় নিজের লেখা কবিতা আবৃত্তি করে শোনান। পরবর্তীতে জেলার ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের পরিবেশনায় অংশ নেন বিভিন্ন উপজেলা থেকে আগত শিল্পীরা। কুশান গানের এক জাকজমকপূর্ণ পরিবেশনা আমন্ত্রিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান আলোচক ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহাবুদ্দিন দুই দিনব্যাপি এই অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। ধন্যবাদ সূচক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ মিনহাজুল ইসলাম। দিনের সার্বিক এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এইচ এম লোকমান, সচিব, বাংলা একাডেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখলেছুর রহমান আকন্দ,উপসচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এ এইচ এম লোকমান জেলার কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চায় করনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং বাংলা একাডেমির সাহিত্যে পৃষ্ঠপোষকতার বিষয়ে অবগত করেন। সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম জেলার সকল কবি সাহিত্যিক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সাহিত্য চর্চার এরকম আয়োজন সামনেও অব্যাহত থাকবে বলে জানান।