লাভলী আক্তার (নেত্রকোনা জেলা) প্রতিনিধিঃ
কেন্দুয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারীমহাসচিব ,জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) উপজেলার গণমানুষের সেবক রোটারিয়ান এম. নাজমুল হাসান।
কেন্দুয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কারাবন্দী নেতা বাবরের মুক্তি চাইলেন রোটারিয়ান এম নাজমুল হাসান
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় ও স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে দিনটি নানা কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপন করা হয়।
রবিবার (২৭ অক্টোবর) কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নীতি নির্ধারকদের অত্যন্ত আস্থাভাজন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) উপজেলার গণমানুষের সেবক রোটারিয়ান এম. নাজমুল হাসান।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি রোটারিয়ান এম. নাজমুল হাসান তাঁর বক্তব্যের শুরুতেই মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি আসনের সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরের নিঃশর্ত মুক্তি কামনা করেন। তিনি বলেন, লুৎফর জামান বাবর একজন সফল রাজনৈতিক নেতা। ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের রোষানলের শিকার হয়ে বিগত প্রায় ১৭ বছর ধরে আমার নেতা বাবর ভাই মিথ্যা মামলায় কারাগারে।
রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, “যুবদল আমাদের দেশের যুব সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। যুবসমাজই হলো একটি জাতির মেরুদণ্ড, এবং তাদের শক্তি ও উদ্যমের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী এবং উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। আজকের এই বিশেষ দিনে আমি সকল যুবদল কর্মী ও সমর্থকদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।”
তিনি আরও বলেন, “যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি যুব সমাজের জন্য একটি প্ল্যাটফর্ম। যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া, তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা আমাদের মূল লক্ষ্য। গণতন্ত্র, ন্যায়বিচার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় যুবদল সবসময়ই বদ্ধপরিকর।”
আলোচনায় তিনি বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো সম্পর্কে উল্লেখ করে বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে যুবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সামগ্রিক উন্নয়নে যুবসমাজকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যুবদল দেশের প্রতিটি যুবক-যুবতীর পাশে থাকবে, তাদের সমস্যা সমাধানে সহায়তা করবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখবে।”
তিনি আরও বলেন আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের একটি নতুন প্রতিজ্ঞা করার দিন। আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে যুবদল সবসময়ই সক্রিয় থাকবে। আমরা বিশ্বাস করি, আমাদের যুবসমাজ একদিন দেশের সব বাধা অতিক্রম করে একটি সুন্দর, উন্নত এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।”
তার বক্তব্যের শেষে তিনি যুবদলের প্রতিষ্ঠাতা এবং সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যুবদলের এই ঐতিহ্যবাহী যাত্রায় আমাদের সকলকে একসাথে কাজ করে যেতে হবে, যাতে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারি।”
কেন্দুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ মতিন রুমেনের সভাপতিত্বে ও সান্দিকোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্যসচিব মেহেদী হাসান রবিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মাহবুবুল হক প্রিন্স, কেন্দুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহম্মেদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমেদ, রবিন আহমেদ, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সানোয়ার হোসেন শিবলী, কান্দিউড়া ইউনিয় যুবদলের সদস্যসচিব মাসুদ রানা প্রমুখ।
আলোচনা সভা শেষে কেন্দুয়া পৌর সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবদলের শত শত নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের সদস্যরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন পরিশেষে আপ্যায়নের ব্যবস্থা ছিল রোটারিয়ান এম নাজমুল হাসানের পক্ষে