——————–
বরইতলীর সামাজিক বনায়ন দখল করে নজরুলের বিলাসবহুল বাগানবাড়ি !
ইকরামুল হক কক্সবাজার :
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বনভুমির চকরিয়ার বরইতলী বনবিটে বিভিন্ন মেয়াদের সামাজিক বনায়নের উপকার ভোগীদের মারধর ও মামলার ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে প্লট আকারে দখল বিক্রী করে বনভুমিতে তৈরী করে তুলেছে মিনি শহর। বরইতলীর ডজন মামলার আসামী ও আওয়ামিলীগ ক্যাডার নজরুল বাহিনী প্রধান নজরুল ও ইসমাইল সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের সহযোগিতায় গত বিশ বছরে বিক্রী করে দিয়েছে অন্তত: তিন শত একর বনভুমি। দুই জনে বাগানবাড়ী পুকুর করে দখলে রেখেছে অন্তত: আরো ৩০ একর। দখল বাজদের হাত থেকে রক্ষা পায়নি স্বয়ং বরইতলী ইউনিয়নআওয়ামিলীগের সভাপতি মাহফুজুল করিমও।
সরে জমিনে দেখা যায়, বরইতলী বনবিটের সেঞ্চুরি পাড়া ও বড়ঘোনা দুইশতাধিক একর বনভুমি প্লট আকারে বিক্রী করে দিয়েছে নজরুল ও ইসমাইল বাহিনী। বিগত ২০১০-১১ সালে সৃজিত সামাজিক বনায়ন আগর বাগান, বাঁশ বাগান ও চিকন পাতা আকাশ মনি গাছের বাগান। আওয়ামিলীগ সরকারের আমলে দলীয় ক্ষমতার জোরে বন কর্মকর্তাসহ মিলে সন্ত্রাসী এই সিণ্ডিকেট প্রকৃত সুবিধাভোগীদের মারধর করে তাড়িয়ে দিয়ে সামাজিক বনায়নের জমি প্লট আকারে বিক্রী করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা ।এভাবে সামাজিক বনায়নের গাছ নিধন করে রিজার্ভ ভুমি সহ তিনশত একর বনভুমির দখল বিক্রী করে বনাঞ্চলে দুইজনেই গড়ে তুলেছেন বিলাসবহুল বাগানবাড়ী।
বরইতলীর আওয়ামিলীগ ক্যাডার নজরুল ইসলাম প্রকাশ কালা নজরুল এবং তার সহযোগী ইসমাইল রাষ্ট্র ক্ষমতার পালাবদলের পর গা-ঢাকা দিলেও তার বাহিনী প্রধান ইসমাইল গংদের হাত থেকে সামাজিক বনায়নের জমি উদ্ধারে বনবিভাগ সহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও তাঁদের সহযোগিতার কোন আশ্বাসতো দুরের কথা উল্টো মামলার হুমকী দিচ্ছেন রেঞ্জার মোস্তাফিজুর রহমান ও সংশ্লিষ্ট বনরক্ষকরা। ফলে অসহায় হয়ে বিচার পেতে ঘুরে বেড়াচ্ছেন বনায়নের প্রকৃত মালিকগন।
তাঁদের দাবী সামাজিক বনায়নের মালিকদের মারধর করে তাড়ি য়ে গত ১৫-১৬ বছর ধরে দখল করে বেচা-বিক্রী করছে। অভি যোগকারী-মোজাফফর আহমদ (৭১),পিতা: মৃত মোঃ সুলেমান ,সাং: মাইজপাড়া,৩নং ওয়ার্ড,বরইতলী,চকরিয়া,কক্সবাজারগং জানান,বরইতলীর মহাজের পাড়ার উকিল আহমদের পুত্র নজরুল ইসলাম (৫০) এর নেতৃত্বে মোজাচ্ছের (৪৫), পিতা: মোহম্মদ,নুরুল আমিন (৫২), পিতাঃ শেখ আতর আলী,
বশির আহম্মদ(৬০),পিতা।ইছমাইল ফকির,গিয়াস উদ্দীন(৪০), পিতা: কাশেম আলী,আমির হোছেন (৭৫),ইউছুপ আলী,ইসমাই ল (৪০),পিতা: মৃত মোস্তাক আহমদ,নাছির উদ্দীন (৪৫) পিতাঃ আমির হোছেন,মোহাম্মদ বাবুল (৬৫) পিতা: মৃত আব্দু সোবাহা ন,৩নং ওয়ার্ড, বরইতলী, চকরিয়া, কক্সবাজার চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধিনে বরইতলী সামাজিক বনায়ন ৩নং ওয়ার্ড,
বরইতলী, চকরিয়া, কক্সবাজার। ২০১০/২০১১ সনে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধিনে বরইতলী সামাজিক বনায়ন প্রত্যেক অসহায়, ভূমিহীন, খেটে খাওয়া পরিবারের মাঝে দলিল ভিত্তিক বন্টন করেন। পরবর্তী আওয়ামীগ সরকারের গুন্ডা বাহিনী প্রধান নজরুর বাহীনি বন্টনকৃত বনায়ন কেড়ে নেয়। বর্তমানে বিবাদীগণ সামাজিক বনায়নে মাদক, অস্ত্রবাজ, জুয়ার আসর গড়ে তুলেছে। এই বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তার কাছে একাধিক অভিযোগ করেও নজরুল বাহিনীর সাথে আঁতাত থাকায় বন উদ্ধারে পদক্ষেপ নিচ্ছে না বনবিভাগ।
চুনতি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার মোস্তাফিজুর রহমানের সাথে এ বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে তাড়িয়ে দেন।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল কোথায় লোকেশন জেনে নিচ্ছি। সব ঠিকঠাক করে ব্যবস্থা নেয়া হবে। উপকারভোগী নাজেম উদ্দীনের দাবী, কতিপয় বনকর্মিরাই দখল বিক্রির নাটের গুরু। তাদের শ্রম বিনিয়োগ রয়েছে সামাজিক বনায়নের প্লটে। তাই তারা তাদের প্লট ফিরে পাওয়ার দাবী জানান।