সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল আলম লিটন।
লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মে লন মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নেত্রকোনা ঐতি হাসিক মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়।এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খানের, সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।এতে প্রধান অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন আওয়া মী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এছাড়া আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, আহমদ হোসেন, কেন্দ্রীয কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ বিমান পর্যষদ পরিচালনা কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফি আহমেদ, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজলসহ নেত্রকোনার পাঁচটি আসনের সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এসময় জেলার আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এতে সভাপতি করা হয়েছে এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক করা হয়েছে এডভোকেট শামসুর রহমান লিটনকে।