নুর মোহাম্মদ সিকদার:
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির (রেজি নং-২৫১০) নির্বা চনে প্রতিক বরাদ্ধ দিয়েছেন উখিয়া উপজেলা সম বায় অফিস ও নির্বাচন পরিচালনা কমিটির সভা পতি মোহাম্মদ সলিম উল্লাহ।
সোমবার(১৪ নভেম্বর) ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উখিয়া উপজেলা সমবায় অফিসে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়। এতে কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির বিভিন্ন পদে প্রার্থীদের পচন্দের প্রতিক বরাদ্ধ পেয়েছেন এমনটাই জানিয়েছেন প্রার্থীরা।
এদিকে প্রতিক বরাদ্ধ পেয়ে নির্বাচনী মাঠে কোমড় বেধে নেমে পড়েছেন প্রার্থীরা। ভোটাররাও ব্যাপক সাড়া দিচ্ছেন পচন্দের প্রার্থীদের। কুতুপালং বাজারে দুপুরের পর থেকে প্রতিকি পোষ্টারে ছেয়ে গেছে পুরো বাজার এলাকা।
অন্য দিকে প্রতিক বরাদ্ধ পেয়েছেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থী জহির আহাম্মদ তার প্রতিক চেয়ার। প্রতিক বরাদ্ধ পাওয়ার পর কুতুপালং বাজারে পৌছলে চেয়ার মার্কার সমর্থনে ব্যবসায়ী ভোটাররা সভাপতি প্রার্থী জহির আহাম্মদকে স্বাগত জানান এবং পাশা পাশি চেয়ার মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় চেয়ার মার্কার সমর্থকরা ব্যাপক আনন্দ ও উৎফুল্ল দেখা যায়।
সভাপতি প্রার্থী জহির আহাম্মদ এ প্রতিবেদককে বলেন, “আলহামদুলিল্লাহ ” আমার প্রতিক চেয়ার, ইনশাআল্লাহ ভোটাররা উৎসব মুখর পরিবেশে আগা মী ২৬ নভেম্বর চেয়ার মার্কায় ভোট দিতে অধী র আগ্রহে প্রহর গুনছেন। ইনশাআল্লাহ চেয়ার মার্কা বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হবে আমি সকলে র দোয়া ও সহযোগিতা কামনা করছি।