March 18, 2025, 7:52 pm
শিরোনামঃ
ফিরে দেখো ২০০১- ২০০৬ সালে বিএনপি জামাতের শাসনামল ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ শ্রীকৃষ্ণের শিক্ষা আমার পথ দেখিয়েছে: তুলসী গ্যাবার্ড ৩৮ লক্ষাধিক ৭৭,১০০ ভারতীয় রুপির জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা, ছাত্রদলের প্রতিবাদ বিমানবন্দরে গ্রেফতার লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া প্রধান ফখরুদ্দিন ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে ঘুষ, দূর্নীতি ও অনিয়মের  অভিযোগ হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে সিটিটিসি বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে মামলার পর আসামীদের থেকে চাওয়া হচ্ছে চাঁদা

Reporter Name

রাজশাহী ব্যুরো: গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর সারাদেশের ন্যায় রাজশাহীতেও বিভিন্ন থানায় মামলা হয়েছে। এরই মধ্যে গণমাধ্যমে খবর আসতে শুরু করেছে মামলা থেকে নাম কাটানোর কথা বলে টাকা চাওয়া হচ্ছে। সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে টাকা চাওয়া হচ্ছে এমন কল রেকর্ড গণমাধ্যমের হাতে এসেছে।

গত ৩ সেপ্টেম্বর রাতে প্রায় দেড়শো জনের নাম উল্লেখ করে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাবেক সিটি মেয়র লিটনকে ১ নং আসামী করা হয়। এছাড়াও একটি কুচক্রি মহলের ইন্ধনে কিছু নিরাপরাধীদের নাম দেয়া হয় সেই মামলায়। এরপর মামলা থেকে নাম কাটাতে চাওয়া হয়েছে চাঁদা। এমন কল রেকর্ড এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঁসছে। সেই কল রেকর্ডে বলা হচ্ছে ” ওদের তো অনেক মোটা গল্প, আমি মাত্রই থানা থেকে বের হয়ে আসলাম। তোমার কোন গল্প থাকলে বলো, আমি তাদেরকে বলবো? পরে ৫০ হাজার টাকা দাবি করে এজাহার নামীয় আসামীর থেকে। তার এমন দাবীর প্রেক্ষিতে আসামী দুই পাঁচ হাজার টাকা দিতে রাজি হয় এবং বলে, আমি ছোট ভাই, আমার হাতের অবস্থা ভাল না ভাই”। এই রকম কথপোকথনের দুইটি রেকর্ড মিডিয়ার হাতে এসেছে। তবে ঐ রেকর্ডের স্ক্রিনে rabbani vi rpoter ও মোবাইল ০১৭১১ -৯৫৪৬৪৭ নাম্বার ভেঁসে উঠছে। সেসময় সেই রাব্বানী,ছাত্র সমন্বয়কের নাম উল্লেখ করেন।

এমন রেকর্ড হাতে আসার পর খোঁজ খবর নিয়ে জানা গেছে এই রাব্বানীর বাড়ি নগরীর কাজলা অকট্রয় মোড়ে।তার পিতার নাম মৃত মসলেম উদ্দিন। সে তার শ্যালকদের নিয়ে গড়ে তুলে ছেন একটি গ্যাং। আর আইনের হাত থেকে রেহায় পেতে সকলকে দেয়া হয়েছে পত্রিকার কার্ড। এদের মাধ্যমে সে ঐ এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে থাকেন। তার বিরুদ্ধে নাশকতা, মাদকসহ প্রায় ডজন খানেক মামলাও চলমান রয়েছে। মাদক কারবারিকে গ্রেফতারের পর টাকা দিয়ে ছাড়ানোর এমন কল রেকর্ডও মিডিয়ার হাতে রয়েছে।

এই রাব্বানীর ব্যাপারে আরও খোঁজ নিয়ে জানা গেছে, তার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের আরও একটি নতুন মামলা হয়েছে। বোয়ালিয়া থানার মামলা নং ১৩। গত ৮ সেপ্টেম্বর রাব্বানী গ্যাং এর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় আরেকটি ডাকাতি মামলা হয়েছে। যেখানে মমতাজ বেগম নামের এক মহিলা (৬৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

সেই মামলা সুত্রে জানা গেছে,গত ৪ সেপ্টেম্বর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সাবেক সেকেন্ড অফিসার মাহবুব হাসানের শহীদ মিনার এলাকার ভাড়া বাড়িতে লুটপাট চালায় রাব্বানী গ্যাং। হাসানের বাসায় তালাবদ্ধ থাকলেও তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়। তবে প্রতিবেশিরা তাদের পরিচয় জানতে চাইলে সেই চক্রে একজনের নাম রাতুল বলে পরিচয় দেয়। এরপর আশেপাশের লোকজনের বিবরণ শুনে সেই সন্ত্রাসীদের সনাক্ত করতে সক্ষম হয়। পরে এমন অভিযোগ এনে ৭ সেপ্টেম্বর নগরীর বোয়ালিয়া মডেল থানায় হাজির হয়ে অভিযোগ করেন হাসানের মা মমতাজ বেগম। অভিযোগটি আমলে নিয়ে ৮ সেপ্টেম্বর সেটি এফআইআর হিসেবে রজু হয় করে পুলিশ।

রাব্বানীর এমন কর্মকান্ড নিয়ে আরএমপি বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আইনের উর্ধ্বে কেউ নয়।অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবেনা’সম্প্রতি চাঁদা চাওয়ার যে রেকর্ড পাওয়া গেছে সেটি যাচাই বাছাই করা হচ্ছেতবে রাব্বানির আরও অনেক মামলা রয়েছে খুব দ্রুত এই রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST