গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান সাহেবের সভাপতিত্বে অফিসার ইনচার্জের কার্যালয়ে থানার অন্যান্য অফিসার,গোপালগঞ্জ পৌরসভার সম্মানিত সকল ওয়ার্ড কাউন্সিলদের ও সংর ক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলদের উপস্থিতে একটি মতবিনি ময় সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রথমে অফিসার ইনচার্জ সাহেব উক্ত সভায় উপস্থি ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর উপস্থিত সকলে নিজেদের পরিচয় প্রদান করেন। তারপর গোপালগঞ্জ সদর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং প্রত্যেকে নিজেদের মতামত ব্যক্ত করেন।
ওসি সাহেব সকলকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলেন। তিনি মাদকের বিষয়ে “জিরো টলারেন্স নীতি -এর বিষয়ে জোর বক্তব্য প্রদান করেন এছাড়াও এলাকায় যাতে চুরি, ছিনতাই না হয় সে লক্ষ্যে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করেন। পৌর এলাকার বিভিন্ন ল্যাম্প পোস্টে পর্যাপ্ত লাইট লাগানোর জন্য এবং বিভিন্ন মার্কেটে নৈশ্য প্রহরার ব্যবস্থা করার জন্য ওয়ার্ড কাউন্সিলদের অনু রোধ করেন। অফিসার ইনচার্জ সাহেব সদর থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকল পৌর কাউন্সিল এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ওয়ার্ড কাউন্সিলগণ বলেন যে, গোপালগঞ্জ সদর থানার ইতিহাসে এই ধরণের মতবিনিময় সভা এই প্রথম আয়োজ ন করা হলো। এরপর সকল ওয়ার্ড কাউন্সিলগণ এধরনের একটি সভা আয়োজন করার জন্য ওসি সাহেবকে ধন্যবাদ প্রদান করেন। অফিসার ইনচার্জ সাহেব উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকলকে পুনরায় ধন্যবাদ দিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।